আজকের এই পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় " আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ " এর থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক বা mcq প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer 

1- কোন্ যুগে ডাইনোসোরদের আবির্ভাব ঘটেছিল? 

A-আর্কিওজোয়িক যুগে

B- প্রোটেরোজোয়িক যুগে

C- মেসোজোয়িক যুগে 

D- প্যালিওজোয়িক যুগে

উওর : মেসোজোয়িক যুগে 


2. কোন্ যুগে অস্ট্রালোপিথেকাস বা রামাপিথেকাসের উদ্ভব ঘটেছিল?

A-প্যালিওসিন যুগে 

B-অলিগোসিন যুগে

C-মায়োসিন যুগে

D- প্লায়োসিন যুগে

উওর : মায়োসিন যুগে


3. আদিম মানুষ ‘হাত-কুঠার’ ব্যবহার করত— 

A- প্রাচীন প্রস্তর যুগে

B- মধ্য প্রস্তর যুগে

C- তাম্র-প্রস্তর যুগে

D- নব্য প্রস্তর যুগে

উওর : প্রাচীন প্রস্তর যুগে


4. কোন্ যুগকে ‘ক্ষুদ্র প্রস্তর যুগ’ নামে অভিহিত করা হয়? 

A- প্রাচীন প্রস্তর যুগকে

B- মধ্য প্রস্তর যুগকে

C- নব্য প্রস্তর যুগকে

D- তাম্র-প্রস্তর যুগকে

উওর : মধ্য প্রস্তর যুগকে।


5. একটি লিটল এপ-এর উদাহরণ হল-

A- গোরিলা

B- শিম্পাঞ্জি

C- গিবন

D- ওরাং ওটাং

উওর : গিবন

দারাও। আগে এই গল্পটা অল্প পড়ে দেখো👇

6. ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন - 

A-এলউইন সাইম

B- লুই লিকি

C- টিম হোয়াইট

D- জোহানসন 

উওর : এলউইন সাইম


7. ‘হোমো হাবিলিস’ কথার অর্থ হল—

A- দণ্ডায়মান মানুষ

B- দক্ষ মানুষ

C- বুদ্ধিমান মানুষ

D- বনমানুষ

উওর : দক্ষ মানুষ


8. ‘হোমো ইরেক্টাস' কথার অর্থ হল -

A- দণ্ডায়মান মানুষ 

B- বুদ্ধিমান মানুষ

C- দক্ষ মানুষ

D- বনমানুষ

উওর ; দণ্ডায়মান মানুষ 


9. পিকিং মানবের জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন - 

A-লুই লিকি

B- জোহানসন

C- এলউইন সাইম 

D- পেই ওয়েন চুং

উওর : পেই ওয়েন চুং


10. পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল—

A- এশিয়ায়

B- আফ্রিকায়

C- ইউরোপে

D- অস্ট্রেলিয়ায়

উওর : আফ্রিকায়


11. আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিল— 

A- গোরুকে 

B- ছাগলকে

C- ঘোড়াকে

D- কুকুরকে

উওর : ঘোড়াকে।


12- মানুষ সর্বপ্রথম কোন শস্যের চাষে অভ্যস্ত হয়েছিল - 

A- ধান 

B- গম

C- তুলো

D- সব

উওর : গম


13. মহেনজোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? 

A- রাভি বা ইরাবতী

B- ভোগাবর

C - সিন্ধু

D - শতদ্রু


14. হরপ্পা সভ্যতার স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? 

A- হরপ্পায় 

B- লোথালে

C- মহেন-জো-দারোতে 

D- কালিবঙ্গানে

উওর : মহেন-জো-দারোতে 


15. হরন সভ্যতার শস্যাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে?

A- হরপ্পায় 

B- লোথালে

C- মহেন-জো-দারোতে 

D- কালিবঙ্গানে

উওর : হরপ্পায়


16. গুরুত্বপূর্ণ কোন্ পশুকে হরপ্পার বাসিন্দারা পোষ মানাতে পারেনি?

A- গোরুকে 

B- ঘোড়াকে 

C- উটকে 

D- মোষকে 

উওর : ঘোড়াকে


17. পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে— 

A- মিশরীয় সভ্যতায় 

B- সুমেরীয় সভ্যতায়

C- মেহেরগড় সভ্যতায় 

D -হরপ্পা সভ্যতায় 

উওর : হরপ্পা সভ্যতায় 


18. মিশরকে নীলনদের দান বলে উল্লেখ করেছেন -

A-হেরোডোটাস

B- থুকিডিডিস

C- ডায়াডোরাস

D- প্লিনি

উওর : হেরোডোটাস


19. কোথাকার প্রাচীন রাজাদের 'ফ্যারাও' বল্লা হত? 

A- মেসোপটেমিয়ার 

B- মিশরের

C- চিনের

D- সুমেরের

উওর : মিশরের


20- মিশরে সবচেয়ে বড়ো পিরামিডটি হল—

A- খুফুর পিরামিড

B- মেনকুরার পিরামিড

C- নেফরার পিরামিড 

D- রামেসিসের পিরামিড 

উওর : খুফুর পিরামিড


21. মিশরে ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করত - 

A- পুরোহিত

B- ফ্যারাও

C- সন্ন্যাসী

D- দেবদূত

উওর : ফ্যারাও


22- প্রাচীন কোন্‌ সভ্যতায় হায়ারোগ্লিফিক লিপি প্রচলিত ছিল? 

A- সুমেরীয় সভ্যতায়

B- মিশরীয় সভ্যতায় 

C- ব্যাবিলনীয় সভ্যতায় 

D- হরপ্পা সভ্যতায়

উওর : মিশরীয় সভ্যতায় 


23. সুমেরীয়রা কোন গাছকে 'জীবন বৃষ্ণ' বলত?

A- আম

B- আপেল

C- খেজুর

D- কমলালেবু

উওর : খেজুর


24. সুমেরীয়দের সমুদ্র ও মাতৃদেবী ছিলেন—

A- আন

B- নাম্বা 

C - কি

D - এনকি 

উওর : নাম্বা


25. সুমেরীয়দের আকাশের দেবতা ছিলেন - 

A- আন

B- নাম্বা 

C - কি

D - এনকি 

উওর : নাম্বা

উওর : আন।


26. হোমো ইরেক্টাসের উদাহরণ হল - 

A-পিকিং মানব

B- জাভা মানব

C- ড্রায়োপিথেকাস মানব

D- নিয়ান্ডারথাল মানব

উওর : ড্রায়োপিথেকাস মানব



Post a Comment

নবীনতর পূর্বতন