----------------------Disclaimer ---------------------

 This post is just for educational purposes only .. I just want to give you some idea about hacking through this post ..  I never want to hurt anyone through this post.  So please don't take it seriously..and please take this post just for educational.




What is hacking 😕?? What is black hacking😕?? know everything about hacking 




what is hacking?? How do hackers hack your device?

image credit | image By - pixabay.com





 হ্যাকিং! (Hacking ) এই কথা টা আপনি কখনো না কখনো নিশ্চয়ই শুনেছেন। হ্যাকিং কি জিনিস বা কিভাবে করা হয় সে সম্পর্কে হয়তো আপনি জানেন বা নাও জানতে পারেন। কিন্তু আমরা এটা তো সবাই জানি যে যদি কখনো কোনো হ্যাকার আমাদের ফোন বা ওয়েবসাইট বা সেরকম কিছু হ্যাক করে নেয় তখন আমাদের ক্ষতি ছাড়া ভালো হয়না। 
 -- হ্যা সেটা আলাদা কথা যে আপনার কোনো বন্ধু আপনার সাথে মজা করে আপনার কিছু হ্যাক করেছ! 
কিন্তু প্রবলেম টা তো  তখন হয় যখন কোনো খারাপ বা ব্ল্যাক হ্যাকার আমাদের কোনো কিছু হ্যাক করে নেয়। 
- এবং তখন যদি কোনো ব্ল্যাক হ্যাকার আমাদের কোনো ডিভাইস হ্যাক করে নেয় তখন আপনি খুব বিপদে পরতে পারেন। আপনি জানতেও পারবেন না যে সেই হ্যাকার আপনার ফোন বা ল্যাপটপ থেকে কি কি করছে।  তাই আপনাকে এসব হ্যাকার দের থেকে যতটা সম্ভব সাবধান থাকার চেষ্টা করা উচিত। 
- আর আজকে আমি আপনাদের এই হ্যাকিং এবং হ্যাকারদের সম্পর্কে কিছু টা বলার চেষ্টা করবো যাতে আপনি ভবিষ্যতে এসব হ্যাকারদের থেকে সাবধান হতে পারেন।



---হ্যাকিং কি?? What Is Hacking..??



what is hacking?? What is black hacking

image credit | image By - pixabay.com


- -
- যদি আমি হ্যাকিং এর  বিষয়ে খুব সহজে ভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে হ্যাকিং হল এমন একটা কাজ বা প্রক্রিয়া যার মাধ্যমে কেউ আপনার অনুমতি ছাড়া বা অনুমতি নিয়ে আপনার ফোন,- 
(বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অজান্তেই বা অনুমতি ছাড়াই কারোর কোনো কিছু হ্যা করা হয়ে থাকে।)

- কম্পিউটার, ল্যাপটপ কে নিজের কনট্রোলে করে নেবে! এবং সেই ডিভাইস টি তার নিজের ইচ্ছে মত ব্যবহার করে সে যা ইচ্ছে করতে পারে। 

- যেমন আপনার গোপন ছবি, ইমেল, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ব্যাংক এর তথ্য এবং আরো অনেক কিছু।- 
-এবং এই রকম কাজ গুলোকেই বলা হয় হ্যাকিং। 
- এবং যারা এই কাজ গুলো করে থাকে তাদের বলা হয় হ্যাকার।  





- কিভাবে হ্যাকাররা আপনার ফোন বা ল্যাপটপ হ্যাক করে??



How do hackers hack your device?

image credit | image By - pixabay.com



-  যদি আপনি ভেবে থাকেন যে কিভাবে হ্যাকার রা আপনার কোনো কিছু হ্যাক করে তাহলে আপনি নীচের লেখা টা মন দিয়ে পড়ুন। এবং নিজের ডিভাইস টি হ্যাক হওয়া থেকে বাচান। 
- যখন কোনো হ্যাকার আপনার ফোন বা ল্যাপটপ হ্যাক করতে চায় তখন শুধুমাত্র আপনার করা একটি ভুলের জন্যই আপনি আপনার ক্ষতি ডেকে আনতে পারেন।
- আপনার ডিভাইস হ্যাক করা তাদের কাছে কোনো বড়ো ব্যাপার না। 
How do hackers hack your device?

image credit | image By - pixabay.com



- হ্যাকাররা আপনার ডিভাইস হ্যাক করার জন্য তারা বিভিন্ন রকম লোভের টোপ বা সাধারণ ভাবে এমন কিছু আপনার ফোনে বা ল্যাপটপে পাঠাবে যা আপনার আকর্ষণীয় বলে মনে হবে।

- যেমন - 
হ্যাকাররা আপনার ফোনে এমন মেসেজ পাঠাবে যে আপনি হয়তো কয়েক লক্ষ টাকা জিতে গেছেন এবং সেই টাকা তুলে নেওয়ার জন্য নিচের দেওয়া  Link এ ক্লিক করুন। এরপর আপনাকে সেখান থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হবে।
এবং এরপর আপনি যদি তাই করেন তাহলে আপনার ফোন হ্যাক করা হয়ে যাবে।

বা,  আপনাকে এমন কোনো ওয়েবসাইট এর লোভ দেখাবে যেই ওয়েবসাইট গুলো তে হয়তো আপনি ভিজিট করে থাকেন।
এবং আপনি তার পাঠানো ওয়েবসাইটের Link এ ক্লিক করে দেখবেন যে সেখানেও কোনো অ্যাপ্লিকেশন এর কথা বলা হচ্ছে।
এবং এসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করলেই হ্যাকার দের কাজ সহজ হয়ে যায়।
How do hackers hack your device?

image credit | image By - pixabay.com



- আপনি যদি তাদের পাঠানো বা বানানো কোনো ওয়েবসাইটের link, একবার ভুল করেও আপনার ফোনে বা ল্যাপটপে ব্যবহার করেন এবং আপনি যদি সেই link  থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিজের ফোনে Install করেন তাহলেই 
- আপনার ডিভাইসটি কয়েক মুহুর্তের মধ্যে তাদের হাতে চলে যাবে।  আপনি বুঝতেও পারবেন না যে এরপর তারা কি কি করতে পারে।
- তা খারাপ বা ভালো দুটোই হতে পারে। 
- কিন্তু প্রায় 90 % সম্ভাবনা আছে যে আপনার কোনো ডিভাইস হ্যাক হয়ে যায় তাহলে আপনার খারাপ ছাড়া ভালো কিছু হবে না। 
- এবং এই কারণেই হ্যাকিং এতটা ভয়ংকর জিনিস




- হ্যাকার কত ধরনের হয়??

How many types of hackers are there?

image credit | image By - pixabay.com



- হ্যাকার কত ধরনের হয় তা আসলে খুব কম মানুষের জানা আছে। সবাই ভাবেন যে সব হ্যাকার রাই এক ধরনের এবং সব হ্যাকার রাই খারাপ কাজ করে থাকে। কিন্তু আপনাকে বলে দেই, যে সব হ্যাকাররা এক ধরনের হয় না। কেউ খারাপ কাজ করে!  আবার কেউ ভালো কাজ করে থাকে...
- এবং এছাড়ও আরও এক ধরনের হ্যাকার আছেন যারা প্রফেশনাল  হ্যাকার কিন্তু তারা এসব হ্যাকিং এ এতোটাও সক্রিয় নয়। বা তারা আসলে ভালো কাজের মত কাজ বা হ্যাকিং টাকে শুধুমাত্র বন্ধুদের সাথে বা পরিবারের সাথে মজা করতে ব্যবহার করে থাকেন। 



- হ্যাকার প্রধানত ছয় ধরনের হয়ে থাকে। কিন্তু আমি প্রধান তিন ধরনের হ্যাকার সম্পর্কে বলতে চাই। 

- যেমন,,  


- 1,, Black Hacker,,,  
-     
- 2,, White Hacker..
- 3,, Grey Hacker..


-  এখন আপনাকে বলছি যে কোন হ্যাকার কোন ধরনের কাজ করে থাকে।



-- Black Hacker..



How do hackers hack your device?

image credit | image By - pixabay.com



- ব্ল্যাক হ্যাকার তাদের বলা হয় যারা আসলে খারাপ কাজের সাথে যুক্ত থাকেন বা যারা বিভিন্ন খারাপ কাজ গুলো করে থাকে। ব্ল্যাক হ্যাকার রা সবসময় টাকার জন্য বা কারোর ক্ষতি করার জন্য মুলত হ্যাকিং করে থাকেন। 
- আপনি যদি ব্ল্যাক হ্যাকার দের পাঠানো কোনো কিছুতে একবার ক্লিক বা কোনো ওয়েবসাইটের link এ প্রবেশ করেন এবং সেখান থেকে  কোনো অ্যাপ্লিকেশন যদি  Install করে ব্যবহার  করেন তাহলেই আপনার কাজ শেষ। 
- এরপর আপনার ডিভাইস টি সম্পূর্ণ  সেই হ্যাকারের Control এ চলে যাবে।
- এরপর সে আপনার ফোনের মেসেজ দেখতে পারে, কাউকে মেসেজ পাঠাতে পারে, কল রেকর্ডিং শুনতে পারে এবং আরও অনেক কিছুই আপনার ফোন থেকে শুনতে বা করতে পারে।
-



- হোয়াইট হ্যাকার।।.  White Hackers



How can your secure your device from hackers

image credit | image By - pixabay.com



-হোয়াইট হ্যাকারস তাদের বলা হয় যারা এসব খারাপ কাজের সাথে যুক্ত থাকেনা। 
-তারা কখনোই কারোর ক্ষতি চায়না বা তাদের এই জ্ঞান কারোর ক্ষতি করে ব্যবহার করে না। 
- আসলে হোয়াইট হ্যাট হ্যাকারস রাই বিভিন্ন ব্ল্যাক হ্যাকারদের করা খারাপ কাজ গুলো হতে দেয় না। 
- হোয়াইট হ্যাকারসরা কখনোই আপনার অনুমতি ছাড়া আপনার কোনো ডিভাইস হ্যাক করবেনা। 
- একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার যতটা হ্যাকিং সম্পর্কে জ্ঞান রাখে, ঠিক ততোটাই জ্ঞান একজন হোয়াইট হ্যাকারের রাখা প্রয়োজন।
- সাধারণত বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি তাদের যাবতীয় তথ্য সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন হোয়াইট হ্যাট হ্যাকারকে হায়ার করে। এবং সেই হোয়াইট হ্যাকার তার দায়ীত্ব অনুসারে কাজ করে থাকে।




- Grey Hacker.. 



How can i protect my phone from hacking attacks


- গ্রে হ্যাকারসরা এই দুই ধরনের হ্যাকারদের থেকে আলাদা।
- গ্রে হ্যাকাররা কখনোই খারাপ কাজে আসতে চায়না। গ্রে হ্যাকাররা তাদের হ্যাকিং স্কিল ব্যবহার করে শুধুমাত্র মজা করার জন্য। আবার তারা কখনো কখনো কোনো হোয়াইট হ্যাকারদের সাহায্য করে থাকে।



- আপনি হ্যাকিং থেকে কিভাবে সাবধান থাকবেন?


How can I protect my device from hackers?


-  আপনি যদি ওপরে লেখা গুলো মন দিয়ে পড়ে থাকেন তাহলে হয়তো এতক্ষনে এই জিনিস টা পরিস্কার হয়ে গেছে যে আপনার কোন ভুলের জন্য হ্যাকাররা আপনার ডিভাইস টি হ্যাক করতে পারে।
-  আমি বলতে চাইছি যে আপনি যদি এটা চান যে কেউ আপনার ডিভাইস টি হ্যাক না করুন তাহলে আপনি কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করবেন না।
How can you  protect my device from hackers?


-  আর আপনি যদি এটা ভাবেন যে গুগল প্লে স্টোরের অ্যাপ্লিকেশন ব্যবহার করা মানেই তা ভালো তা কিন্তু নয়। 
-  তাই আপনি দয়া করে বুঝেশুনে এবং সাবধানে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করুন। এবং সুরক্ষিত থাকুন। 



Post a Comment

নবীনতর পূর্বতন