Everything About Dark Web In Bangla || Dark Web সম্পর্কে সবকিছু জানুন এই একটি পোস্ট থেকেই ||
image by - pexels.com |
হ্যালো বন্ধুরা আমার নাম অজিত। আর আজকে আমি আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি, যার সম্পর্কে আপনি হয়তো কখনো কিছু টা শুনেছেন। কিন্তু আপনি তার বিষয়ে পুরোপুরি ভালো করে জানেন না। আমি আজকে কথা বলতে চলেছি ইন্টারনেটের কালো দুনিয়া বা সহজ ভাবে বলতে গেলে ডার্ক ওয়েব ( DARK WEB)এর বিষয়ে । আপনি হয়তো ইউটিউবের কিছু ভিডিও তে দেখেছেন যে ডার্ক ওয়েব থেকে আসা কিছু ভিডিও বা বাক্সো। যাতে খারাপ কিছু ছাড়া ভালো কিছু দেখা যায়না।
- তো আমি আজকে ডার্ক ওয়েবের সম্পর্কে প্রায় অনেক টা বলার চেষ্টা করবো। কেননা আমার মনে হয় যে আজকের দিনে আমরা যারা সবাই ইন্টারনেট ব্যবহার করি, তাদের সবার ইন্টারনেটের এই কালো দিকটি সম্পর্কেও কিছু টা জেনে রাখা দরকার।
🔥What Is Dark web?
image by - pexels.com |
- বন্ধুরা যদি সহজ ভাবে ডার্ক ওয়েব সম্পর্কে বলা যায় তাহলে বলা চলা যে ডার্ক ওয়েব হল ইন্টারনেটের ই অন্য আরেক দিক যেখানে সেই কাজ গুলো করা হয় যার মধ্যে বেশীর ভাগ কাজই বেআইনি হয়ে থাকে।
- এই ডার্ক ওয়েবে আমার বা আপনার মত সাধারণ মানুষ কখনোই প্রবেশ করতে পারবে না।
- এর জন্য আপনার ডার্ক ওয়েব ভালো রকম জ্ঞান থাকতে হবে।
- বিশেষজ্ঞদের মতে আমাদের মত সাধারণ মানুষ যারা প্রতিদিন তাদের পার্সোনাল কাজ, সপিং, ট্র্যাভেল ইত্যাদি করে থাকে সেটা হয় ইন্টারনেটের জগতের প্রায় "4 থেকে 5 %।
- এবং আমরা ইন্টারনেটের বেশীরভাগ টাই ব্যবহার করতে জানি না বা পারি না।
- আপনি হয়তো জানেন না যে ইন্টারনেটে প্রায় 1.8 বিলিয়ন এর থেকেও বেশী অ্যাক্টভ সাইট আছে।
- তার মধ্যে - Google, Wikipedia, Facebook, Amazon etc. পাবলিক সাইট গুলি।
- তাহলে আপনি একবার শুধু কল্পনা করুন যে আমরা দিনে ইন্টারনেটের জগৎ এর বিষয়ে কতটা জানি। যেখানে আমাদের Google, Amazon, Wikipedia এর মত সাইট ঘেটে দেখতেই দিন চলে যায়।
- আসলে আমরা প্রতিদিন যে সকল সাইট গুলোতে যাই তা ইন্টারনেটের পাবলিক সাইট।
- কিন্তু ইন্টারনেটের বাকি যেই সাইট গুলো আছে তা যে বে-আইনি তা কিন্তু নয়।
Image credit - istockphoto.com |
- এখানে এমন এমন কিছু তথ্য থাকে যা সাধারণের থেকে লুকিয়ে রাখা হয়। এখানে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন তথ্য আপনি অনায়াসেই পেয়ে যাবেন। কিন্তু তা পাওয়া মোটেই সহজ না।
-
- ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব সাধারণ মানুষের জন্য নয়। এটি ব্যবহার করেন, বিশেষ করে কোনো - Hacker , Murderer, Security agent, Criminals, আরও অনেকে।
-🔥🔥 ডার্ক ওয়েব কিভাবে তৈরী হয়েছিল?🔥🔥
Image credit - istockphoto.com |
- ডার্ক ওয়েব কিভাবে বানানো হয়েছিল এবং কেন ই বা বানানো হয়েছিল তা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেন কিন্তু ডার্ক ওয়েব বানানোর শুরুর দিকে গেলে এর বানানোর খারাপ উদ্দেশ্যে গুলি চোখে পরে না।
- এর শুরু হয়েছিল ঠিক এরকম ভাবে-
- 2002 সালে U.S নেভির The Naval Research Laboratory এর মনে হয়েছিল যে তাদের যোগাযোগ ব্যবস্থা এখন কার থেকেও আরও বেশী সুরক্ষিত হওয়া দরকার। এই ভাবনাকে কার্যকরী করতেই তারা এমন একটা সফটওয়্যার এর বানালেন যার নাম দেওয়া হয় -The Onion Router. এবং শর্টে The Tor সফটওয়্যার।
Image credit - istockphoto.com |
- এখন প্রশ্ন থাকে যে এই সফটওয়্যার টির নাম The Onion Router রাখা হয়েছিল কেন?
- কারণ হল অনিয়ন বা পেয়াজে আমরা দেখি যে পেয়াজের প্রত্যেকটা লেয়ার কখনোই সোজা থাকেনা। এবং একেটা লেয়ারকে অন্য আরেকটি লেয়ার আড়াল করে বা লুকিয়ে রাখে।
Image credit - istockphoto.com |
- ঠিক সেভাবেই এই সফটওয়্যার টিতে কখনোই কারোর ডেটা সোজা ভাবে এবং খোলা ভাবে থাকবেনা। এই সফটওয়্যার ব্যবহার কারীর সমস্ত তথ্য একদম সুরক্ষিত থাকবে।
- এবং এই কারণেই এর নাম করা হয় The Onion Router।
- 🔥ডার্ক ওয়েব কি আপনি চালাতে পারবেন?
-
Image credit - istockphoto.com |
সাধারণত আমরা প্রতি যেসকল সাইট ব্যবহার করি তা আমরা খুব সহজেই ওপেন করতে পারি।
- কিন্তু বন্ধু ডার্ক ওয়েবের কোনো ওয়েবসাইট ওপেন করা মুখের কথা নয়। কারণ ডার্ক ওয়েবের ওয়েবসাইট গুলি আপনি কখনোই আপনার ফোনের পরিচিত কিছু ব্রাউজারের সাহায্য ওপেন করতে পারবেন না।
- কারণ ডার্ক ওয়েব শুধুমাত্র The Tor Browser বা The Onion Router এর মাধ্যমেই ওপেন করা যায়।
- আপনি এখন হয়তো ভাবছেন যে তাহলে সবাই এটা ব্যবহার করে ডার্ক ওয়েবে প্রবেশ করে না কেন?
- তাহলে আপনি জেনে নিন যে The Tor Browser অ্যাপ্লিকেশনটি ফ্রি তে ডাউনলোড করে যখন কেউ এটি ওপেন করে, তখন সাধারণ কেউ বুঝতেই পারেনা যে এরপর তাকে কি করতে হবে।
- এই ব্রাউজারের দিক, আমার আর আপনার পরিচিত ব্রাউজারের থেকে সম্পূর্ণ ভাবে আলাদা।
Image credit - istockphoto.com |
- আমাদের পরিচিত কিছু ওয়েবসাইটের কথা যদি বলি তাহলে আপনি হয়তো জাননে যে গুগল বা আমাজনের মত ওয়েবসাইট গুলোর Domain সাধারণত - (.Com ) বা(.Net ) বা (. In ) এরকম কিছু হয়ে থাকে।
- কিন্তু ডার্ক ওয়েবের সাইট গুলোর Domain Name এর শেষে (.Com ) বা(.Net ) বা (. In) এর বদলে (. onion ) হয়।
Image credit - istockphoto.com |
- যখন কোনো সাধারণ মানুষের মাথায় ডার্ক ওয়েব ওপেন করার কথা আসে তখন তারা Tor ব্রাউজার ডাউনলোড তো করে নেয়। কিন্তু এরপর তারা জানেন ই না যে এখান কার কোন ওয়েবসাইটে কি হয়। এখানের ওয়েবসাইট কেউ প্রবেশ করলে তার ডেটা এবং( IP Address ) সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকে। যাতে কেউ তাকে ট্র্যাক না করতে পারে।
- এবং এর সুবিধা নিয়েই বিভিন্ন হ্যাকার তাদের
- বে -আইনি কাজ গুলো করে থাকে।
- যদি আপনি এই ডার্ক ওয়েব সম্পর্কে ভালো কিছু না জেনে থাকেন তাহলে আপনার এখানে প্রবেশ না করাই ভালো। আপনি ভুলেও জানতে পারবেন না যে আপনি এখানে কখন কি ভুল করছেন এবং হতে পারে আপনার সেই ভুলের জন্য পরে আপনাকে তার মাশুল গুনতে হয়।
- তাই আমার মতে আপনার এই ডার্ক ওয়েবে না যাওয়াটাই ভালো।
- 🔥ডার্ক ওয়েবের ব্যবহার🔥🔥
Image credit - istockphoto.com |
- ডার্ক ওয়েব যারাই ব্যবহার করেন তাদের মধ্যে বেশীর ভাগই খারাপ উদ্দেশ্য নিয়ে এটি ব্যবহার করেন।
যেহেতু এখানের ওয়েবসাইট কেউ প্রবেশ করলে তার ডেটা এবং( IP Address ) সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকে। যাতে কেউ তাকে ট্র্যাক না করতে পারে।- এর সুযোগে এখানে আপনি এমন কিছু হ্যাকার দের পেয়ে যাবেন যারা টাকার জন্য যে কারোর সমস্ত তথ্য আপনাকে দিতে পারে। এবং তার সব কিছু হ্যাক করে দিতে পারে।
- এছাড়াও এখানে বিভিন্ন ধরনের বে-আইনি কাজে গুলো হয়ে থাকে। যেমন ড্রাগস সাপ্লাই, পশুপাখিদের অঙ্গ কেনাবেচা, খুনের সুপারি, আরও নানান ধরনের বে-আইনি কাজ।
Image credit - istockphoto.com |
- কিন্তু এখানে যে শুধুমাত্র বে- আইনি খারাপ কাজ হয় তা নয়। এখানে কিছু ভালো কাজ ও হয়ে থাকে যা দেশদ্রোহী বা খারাপ মানুষের হাতের নাগালে থাকলে ক্ষতি হবে।
- তাই এই ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন দেশের সরকারি তথ্য, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা মুলক তথ্য ইত্যাদি এখানে সুরক্ষিত রাখা হয়।
-- তো বন্ধুরা ডার্ক ওয়েবের বিষয়ে এই ছিল কিছু জানার মত কথা। আমি আপনাদের কিছু টা হলেও বলার চেষ্টা করেছি। যদিও এই সম্পর্কে আপনার এর বাইরে না জানলেও কোনো ক্ষতি নেই তাই আমি বেকার আর বেশ কিছু জানানোর চেষ্টা করলাম না।
পোস্টটি ভালো লাগলে আপনার পরিবারের সাথে এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে তাদেরও এই বিষয়ে জানার সুযোগ করে দিন।
-----------. ধন্যবাদ -----------
إرسال تعليق