FROZEN

bangla sad stories


- Frozen নামক এই সিনেমার কাহিনিটি  তিন অসহায় বন্ধুর যন্ত্রণা দায়ক পরিস্থিতি নিয়ে তৈরী হয়েছে। 

- এই গল্পে সেই তিনজন হলেন - ড্যান ওয়াকার, তার ছোটবেলার বন্ধু জো লিঞ্চ, ও ড্যান ওয়াকের  প্রেমিকা -ওনিল পার্কার। 

- এই গল্পে তিনজন তাদের সময় কাটানোর জন্য একটি জায়গায় যায়। যেখানে তারা এক রাতে এমন একটি জায়গায় আটকে পরে,- যেখান থেকে তাদের বেচে ফেরাটাই অসম্ভব হয়ে পরে।। 

- এদের মধ্যে  দুজন আর কোনোদিন ফিরে আসে না.

- তাদের মধ্যে শুধুমাত্র একজন ই তার জীবনের মাঠে দ্বিতীয় বার ফিরে আসে।। 

- আর সেই এই গল্পের একমাএ কথক হয়ে রয়ে যায়।।

- এই গল্পে এদের তিনজনের এক অসহায় ও বেদনাদায়ক ঘটনাকে কেন্দ্র করে পুরো গল্পটা তৈরি। 

- যা আপনি নিচের লেখা থেকে বুঝতে পারবেন।।




---------------------------- FROZEN----------------------------


- এই গল্পটা তিনজন ছেলে - মেয়েকে নিয়ে -, যারা হল ড্যান ওয়াকার, তার ছোটবেলার বন্ধু জো লিঞ্চ, এবং ড্যানের প্রেমিকা  পার্কার ওনিল।। 

- এরা তিনজন তাদের সময় কাটাতে  একটি স্কী রিজর্টে আসে - আর এখানে তারা খুব বাজে ভেবে ফেসে যায় ।  

- যার জন্য এদের তিনজনের মধ্যে দুজনের মৃত্যুও ঘটে!!! 

- আর বাকি একজন তার কপাল ভালো থাকায় বেচে যায়।।। 

- আর সেই এই কাহিনির একমাএ জীবিত কথক হিসেবে রয়ে যায়।।। 

- এসব ঘটনার শুরু হয় একটি স্কী রিজর্টের সামনে, - যেখানে এরা স্কী করতে এসেছিল।  এখানে এদের আসার কারণ হল এরা তিনজন এখানে  স্কী করে তাদের ছুটির আনন্দ উপভোগ করতে চায়। 

- যদিও পার্কার ওনিল ভালোভাবে স্কী করতে পারে না - তবুও সে তার প্রেমিক, ড্যানের কথায় এখানে এসেছে।  কারণ এখানে আসার পুরো প্ল্যানটা ড্যান ও লিঞ্চের।। 


- এখানে আসার পর ড্যান, লিঞ্চ ও পার্কার ওনিল প্রথমবারের জন্য স্কী লিফটে ওঠার পর, পার্কার ওনিল খুব ভয় পেতে থাকে! - কারণ পার্কার ওনিল উচ্চতা থেকে খুব ভয় পায়। 

- কিন্তু লিফটে ড্যান ও লিঞ্চ খুব ইনজয় করছিল। 

- এরা কিছুক্ষণ লিফটে থাকার পর হটাৎ করেই লিওফ বন্ধু হয়ে যায়। আর এজন্য সবাই চিৎকার শুরু দেয়।। 

- সবার লিফট চলা বন্ধু হয়েগেছে দেখে পার্কার ওনিলও চিৎকার করে ওঠে! 

- ড্যান পার্কার ওনিলের চিৎকার দেখে তাকে চিন্তা করতে না করে। 

- ড্যান বলে যে - এত ভয় পেয় না! - এটা একটু পরেই ঠিক হয়ে যাবে.. 

- আর একটু পরে ঠিক তাই হয়।।।

- তাদের লিফট আবার চলতে শুরু করে। আর একটু পরেই এরা তিনজন মাউন্টেনের মাথায় পৌঁছে যায়। 


- মাউন্টেনের ওপর আসার পর এরা তিনজন স্কী করে নিচে আসতে শুরু করে। স্কী করার সময় ড্যান ও লিঞ্চ খুব ইনজয় করছিল! কিন্তু পার্কার ওনিল বার বার থেমে থেমে আসছিল.. যার জন্য তার জন্য ড্যান ও লিঞ্চের অনেক খারাপ লাগছিল... 

- যেহুতু পার্কার ওনিলের জন্য ড্যান ও লিঞ্চের ভালো  ভাবে স্কী করা হয়নি.. তাই লিঞ্চ আবার স্কী লিফটে যাওয়ার কথা বলে। ড্যান লিঞ্চের কথায় রাজি হয়ে যায়।। কিন্তু পার্কার ওনিল তাদের সাথে যেতে চায়না.. কারণ পার্কার ওনিল ভালো ভাবে স্কী করতে জানে না! 

-   কিন্তু ড্যান পার্কার ওনিলকে তাদের সাথে যাওয়ায় জন্য বার বার অনুরোধ করতে থাকে.. যার জন্য পার্কার ওনিলও - ড্যান ও  লিঞ্চের সাথে যেতে রাজি হয়ে যায়।। 


-   যখন এরা তিনজন স্কী লিফটের কাছে গিয়ে পৌঁছায় তখন অনেক রাত হয়েগিয়েছিল। তখন স্কী লিফট বন্ধ হতে যাচ্ছিল! 

-   যখন এরা তিনজন স্কী লিফটের কাছে গিয়ে প‍ৌছায় তখন স্কী লিফলের যিনি আটেন্ডেন্ট থাকে, সে এদের তিনজনকে বলে যে স্কী লিফট বন্ধ হয়ে গেছে। 

-   আর এখন ঝড় আসার সম্ভাবনাও রয়েছে..  তাই এখন কাউকেই পাহাড়ের ওপর পাঠানো ঠিক হবে না।।

-   কিন্তু ড্যান আর লিঞ্চ- সেই লিফট আটেন্ডন্টকে জোর করতে শুরু করে..

-   আর তাদের এই জোর করার জন্য সেই লিফট আটেন্ডেন্টকে -এদের তিনজনের জন্য আবার লিফট চালু করতে হয়। 

-   আর এরা তিনজন গভীর রাতে আবার রজ্জুপথে করে পাহাড়ের ওপর যেতে শুরু করে।


-   যখন এরা তিনজন লিফটে করে পাহাড়ের ওপরে যেতে থাকে তখনই সেই লিফট আটেন্ডেন্টের কাছে তার একজন কর্মচারী এসে হাজির হয়।। সেই কর্মচারী লিফট অ্যাটেন্ডেন্টকে তার কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা বলে, যার জন্য সেই লিফট অ্যাটেন্ডন্টকে লিফট ছেড়ে যেতে হয়।

-  লিফট ছেড়ে যাওয়ার আগে সেই লিফট আটেন্ডেন্ট তার কর্মচারীকে এটা বলে যায় যে লিফটে কিছুক্ষণ আগেই তিনজন পাহাড়ের ওপরে যেতে শুরু করেছে।  

-  তাই তাদের ফিরে না আসা পযর্ন্ত লিফট যেন বন্ধ না করা হয়।। এই বলে সেই লিফট আটেন্ডেন্ট তার কাজে চলে যায়।।

-  যখন সেই নতুন কর্মচারী ড্যান, পার্কার ওনিল ও লিঞ্চের অপেক্ষা করতে থাকে, তখন পাহাড় থেকে অন্য তিনজন ছেলে মেয়ে নেমে আসে। 

-  আর এই তিনজনকে দেখতে পেয়ে সেই কর্মচারী ভেবে নেয় যে- তাকে যেই তিনজনের কথা বলা হয়েছে,- এরাই সেই তিনজন! 

-  তাই তাদের ফিরে আসতে দেখে সেই কর্মচারী লিফট বন্ধ করে দিয়ে চলে যায়।। 

আর তার এই ভুলের জন্য ড্যান, পার্কার ওনিল ও লিঞ্চ তাদের লিফটে মাঝ পথেই আটকে পরে।।



- এদের লিফট হটাত করে বন্ধ হয়ে যাওয়ায় এরা তিনজনই একটু অবাক হয়। কিন্তু এরা ভাবে যে লিফট একটু পরে আবার চলতে শুরু করবে, যেমনটা এর আগে একবার হয়েছিল। 

- এখানে লিফট বন্ধ হয়ে যাওয়ায় এরা তিনজন গল্প করতে শুরু করে। এরা ভাবে যে হয়তো কিছুক্ষণ পরেই আবার তাদের লিফট চলতে শুরু করবে..

- কিন্তু কয়েক মুহুর্ত পরেই সেখান কার সব লাইট অফ হয়ে যায়।

- লাইট অফ হতে দেখে এরা ভয় পেয়ে যায়।।।

- কারণ যদি তাদেরকে এখানে এই অবস্থায় এভাবে ছেড়ে দেওয়া হয়!- তাহলে এই  ভয়ংকর মাপের ঠান্ডায় এরা এমনিতেই মারা যাবে।।

- আর সেদিন রবিবার.. তাই যদি এদের এখানে ছাড়া হয় তাহলে কয়েকদিন এখানে কেউ আসবে না! আর যদি কেউ এদের বাচাতে না আসে!- তাহলে  এদের  তিনজনের মধ্যে কেউ বেচে থাকবে না....


- যখন সমস্ত লাইট অফ হয়ে যায়!- তখন এরা তিনজনই সাহায্যের জন্য চিৎকার শুরু করে! - কিন্তু কেউই তাদের আওয়াজ শুনতে পায়না।।। 

- কিন্তু একটু পরেই সেখানে একটি বরফ সরানো গাড়ি এসে হাজির হয়। 

- গাড়িটা এমন জায়গায় এসে থামে -, যার ঠিক ওপরে এরা তিনজন একটি লিফটের মধ্যে আটকে আছে।

- যখন ড্যান ও ওনিল পার্কার ওপর থেকে সেই গাড়িটাকে দেখে, তখন এরা ভাবে যে-  এই গাড়িটা হয়তো তাদের জন্যেই এসেছে। 

- আর এই গাড়িট দেখে এরা তিনজনই একটু সাহস ফিরে পায়। 

- গাড়িটা যাতে এদেরকে দেখতে পায় -, সেইজন্য এরা তিনজন ওপর থেকে বিভিন্ন জিনিসপত্র নিচের গাড়ির দিকে ফেলতে শুরু করে.।। কিন্তু তখন বরফের জন্য জায়গাটা অন্ধকার হয়েছিল!- যার জন্য সেই গাড়ির ড্রাইভার কিছুই দেখতে পাইনি।।


- গাড়িটি কিছুক্ষণ এভাবে থেমে থাকার পর আবার ফিরে যেতে শুরু করে।। 

- আসলে এই গাড়িটি একজনকে খোজ করতে এসেছিল। যার জন্য সে এখানে এসে দাড়িয়ে ছিল। 

- কিন্তু যখন তার কাছে কল করে বলা যে বাইরে কেউ নেই! - তখন সে আবার ফিরে যেতে শুরু করে।।


- গাড়িটাকে ফিরে যেতে দেখে এরা তিনজন চিৎকার করতে শুরু করে.. কিন্তু গাড়ির চালক তা কিছুই শুনতে পায়না... আর সে এই তিনজনের চোখের আড়ালে হারিয়ে যায়।। 


-  আর এখন এরা তিনজন আরও বেশি অসহায়।।

-  এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকার পরেও এদের লিফট থেমেই থাকে! -

-  

-  এখানে বেশ কয়েকঘন্টা অপেক্ষা করার পরেও কেউ তাদের সাহায্য করতে আসে না.. 

-  আর একদিকে রাত গভীর হওয়ার সাথে সাথে ঠান্ডার পরিমাণও বেড়ে যেতে থাকে। 

-  যদি এরা এভাবেই আটকে থাকে - তাহলে এরা এমনতেই মরে যাবে!! 

-  তাই এরা যদি বাচতে চায় - তাহলে এদের কাউকে  সাহায্যে চাইতে যেতেই হবে।। 

-  আর এজন্যই ড্যান এই সিদ্ধান্ত নেয় যে - সে লিফট থেকে নিচে ঝাপ দেবে! আর তারপর লিঞ্চ ও তার প্রেমিকার  জন্য  সাহায্য নিয়ে আসবে।।। 


-  ড্যানের এই সিদ্ধান্তে লিঞ্চ ও পার্কার তাকে বাধা দেওয়ার চেষ্টাও করে.. কিন্তু ড্যান তাদের কথা শোনেনা.. 

-  আর এরপর ড্যান অনেক উচু লিফট থেকে নিচে শক্ত বরফের ওপর ঝাপ দেয়!! 

-  আর এই ঝাপ দেওয়ার ফলে ড্যানের দুটো পা ই ভেঙ্গে যায়।। কারণ নিচের  বরফ খুব শক্ত ছিল..যার জন্য ড্যানের পা বরফে পরার সাথে সাথেই তার পা ভেঙ্গে যায়।

-  ড্যানের পা ভেঙ্গে যাওয়ায় সে ব্যথায় চেচিয়ে ওঠে!

-  ড্যানের চিৎকার শুনে ওপর থেকে লিঞ্চ তাকে সাহায্য করতে আসতে চায়।।

-  কিন্তু যখন লিঞ্চ ওপর থেকে নিচে তাকায়, তখন সে ড্যানের পাশে অনেক শেয়াল দেখতে পায়...

-  আর শেই শেয়াল গুলো ড্যানের দিকেই এগিয়ে  আসছিল... 

-  আর এরপর সেই শেয়ালগুলো ড্যানের ওপর হামলা করে!! আর ড্যান সেখানেই মারা যায়.... 

-  ওপর থেকে লিঞ্চ এসব দেখেও সে কিছুই করতে পারছিল না... 

-  সে তার বন্ধুকে এভাবেই হারিয়ে ফেলে... আর তার সাথে পার্কার তার ভালোবাসার মানুষটিকে।।।

-  আর এভাবে প্রথম রাতে এরা তাদের সঙ্গীকে হারিয়ে ফেলে।।। 

-  সেদিন রাতে এরা দুজনকে অনেক কান্নাকাটি করতে হয়।। 

-  কিন্তু এখনো কেউ তাদের সাহায্যর জন্য এগিয়ে আসে না।।। 



-  সেদিন সারারাত তাদের একটি লিফটের ওপরেই থাকতে হয়।। 

-  পরদিন এদের দুজনের মধ্যে লিঞ্চ এটা ডিসাইড করে যে এবার সে নিচে নামবে!- আর সে গিয়ে পার্কারের জন্য সাহায্য নিয়ে আসবে।। 

-  কিন্তু যখন লিঞ্চ নিচে নামে - তখন সেই শেয়ালের দল তাকেও মেরে ফেলে।।। 

-  আর তিনজনের মধ্যে শুধুমাত্র পার্কার একা বেচে থাকে।।।


-  কিন্তু পার্কার এটা জানে যে যদি সে এখান থেকে নিচে না নামে!- তাহলে তাকে সেই লিফটের মধ্যেই মর‍তে হবে!! 

-  তাই তাকে বাচতে হলে লিফট থেকে নিচে নামতেই হবে।। 


-  পার্কার অনেক সাহস করে সেই লিফট থেকে ঝাপ দেওয়ার চেষ্টা করে।। আর যখন সে ওপর থেকে ঝাপ দেয় - তখন সেই লিফটিও ওপর থেকে নিচে পরে.. আর সেটা গিয়ে পার্কারের পায়ে গিয়ে লাগে!! যার জন্য পার্কারের পা খুবই বাজে ভাবে আঘাত প্রাপ্ত হয়।। 

-  পায়ে আঘাত পাওয়ার পরেও পার্কার থেমে থাকে না! পার্কার একটু একটু করে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই পার্কারের সামনে সেই শেয়ালের দল চলে আসে.. কিন্তু সেই শেয়াল গুলো তাকে কিছুই করে না!! কারণ সেই শেয়াল গুলো কিছুক্ষণ আগেই লিঞ্চকে মেরে খেয়েছিল.. তাই তারা পার্কারের কোনো ক্ষতি করেনা।। 



-  আর এই সুযোগে পার্কার আরও এগিয়ে যায়। 

-  এভাবে কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরেই  পার্কার একটি রাস্তার কাছাকাছি চলে আসে। 

-  যখন পার্কার সেই রাস্তার কাছাকাছি চলে আসে, তখন সেখানে একটি গাড়ি তাকে দেখতে পায়।। আর সেই গাড়ি মালিক পার্কারকে উদ্ধার করে তার জীবন বাচায়।।।

-  আর  এভাবেই তিনজনের গ্রুপের মধ্যে শুধুমাত্র পার্কার একা বেচে ফিরতে পারে। 

-  কিন্তু সে তার ভালোবাসার দুই মানুষকে হারিয়ে ফেলে।।

Post a Comment

أحدث أقدم