Top 5 best websites for everyone || এমন 5 টি ওয়েবসাইট যা আপনার কাজে লাগার মতো 



Top websites for copyright free images & videos
Image by- pixabay.com




নমস্কার বন্ধুরা।
আজকে আমি আপনাদের এমন কিছু অদ্ভুত এবং কাজের ওয়েবসাইট সম্পর্কে বলবো।  যা এর আগে হয়তো আপনি শোনেন নি। আমি আপনাদের অনেক ওয়েবসাইটের সম্পর্কেই বলতে পারি যা আপনাদের সবার কাজে লাগবে। কিন্তু সেই সব ওয়েবসাইট সম্পর্কে একটি মাএ পোস্টে লেখা সম্ভব নয়।  
তাই আজকে আমি শুধুমাত্র কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে বললাম যা আমাদের সবার কাজে লাগতে পারে। 
সবার প্রথমের ওয়েবসাইট টি হয়তো সবার কাজের নয়! কিন্তু নিচের কিছু ওয়েবসাইট আপনাদের সবার কাজে লাগবে। 
বিশেষ করে আপনি যদি - Blogger, YouTuber, Student ইত্যাদি হয়ে থাকেন। 
বা আপনি যদি অফিসে কাজ করেন তাহলেও নিচের একটি ওয়েবসাইট যে  আপনার যথেষ্ট কাজে আসবে! তা আমি  নিশ্চিত। 




No. 5

Internetmap.net


Internetmap.net || top 5 websites

- এর আগে আমি একটি পোস্টে বলেছিলাম যে, ইন্টারনেটের দুনিয়ায় এত ওয়েবসাইট আছে! যা একজন  মানুষের পক্ষে দেখা সম্ভব না। 
- কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইট এর সম্পর্কে বলতে পারি, যেখানে গিয়ে আপনি ইন্টারনেটের বড়ো বড়ো  ওয়েবসাইট গুলি দেখতে পারেন। 
- বা এটা জানতে পারেন যে ইন্টারনেটের সবচাইতে বড়ো ওয়েবসাইট কোনগুলি।

- এই ওয়েবসাইট টির নাম হল Internap.net 
- আমাদের পৃথিবীর যেমন একটি ম্যাপ আছে, ঠিক সেরকমই ইন্টারনেটের দুনিয়ায় একটি ম্যাপ আপনি এই ওয়েবসাইট টিতে দেখতে পেয়ে যাবেন। 
- এই ওয়েবসাইট টিতে বিভিন্ন ধরনের কালার অনুযায়ী ওয়েবসাইট গুলো দেখানো হয়।

- এখানে ওয়েবসাইট গুলো গোল গোল আকারে, এবং বিভিন্ন রং এর মাধ্যমে  দেখানো হয়। 

Internetmap.net || top 5 websites

- আপনি চাইলে অবশ্যই এই ওয়েবসাইট টি ঘুরে দেখতে পারেন। 


- No.4 
Archive.org



Archive.org || best websites for free books
Archive.org || best websites for free books 

-  Archive.org হল এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি অনেক অনেক  পড়ার বই,  মুভি, মিউজিক ইত্যাদি দেখতে পাবেন।
-  এখানে আপনি এতসব বই ফ্রিতে পেয়ে যাবেন যা আপনি সারাজীবন পড়েও শেষ করতে পারবেন না।
-  কিন্তু আপনি এই ওয়েবসাইটের কয়েকটি বই তো নিশ্চিত পড়তে পারবেন। 
-  তো যান এই ওয়েবসাইট টিতে এবং নিজের পছন্দের কিছু বই তুলে নিয়ে পড়তে শুরু করে দিন।




-  No.3
-  
-  Removebg.com



Removebg.com| top website for photo editors
Removebg.com| top website for photo editors 

-  এই ওয়েবসাইট টি তাদের জন্য সব চাইতে বেশী কাজের! যারা ফটো এডিটিং এর সঙ্গে যুক্ত বা ফটো এডিটিং এর কাজ করে থাকেন। 
-  তাদের বিভিন্ন ফটো থেকে, সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এবং এর জন্য আমাদের মতো এডিটর দের বেশ কয়েক মিনিট সময় চলে যায়। 
-  কিন্তু এমন একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার যে কোনো ফটোর Background কয়েক সেকেন্ড সময়ের মধ্যেই Remove করতে পারেন। 
-  এর জন্য আপনাকে Removebg.com বলে গুগলে সার্চ করতে হবে। এবং সেখানে আপনি আপনার ফটো আপলোড করার Option দেখতে পেয়ে যাবেন।

-  এখানে আপনার ফটো আপলোড করার কয়েক সেকেন্ড সময় পরেই আপনার ফটো থেকে সম্পূর্ণ  Background Remove হয়ে যাবে। 
-  এবং আপনি এরপর সেই ফটো টি ডাউনলোড করে সেভ করে নিয়ে ব্যবহার করতে পারেন। 


-   No. 2
-  Pexels.com


pexels.com|| Best websites for copyright free images
pexels.com|| Best websites for copyright free images 

-   -  আরও একটি কাজের  ওয়েবসাইট হল pexels.com

- এই  ওয়েবসাইট টা আমাদের মত ইউটিউবার এবং ব্লগার দের জন্য খুব কাজের। 
- এই ওয়েবসাইট এর সব ইমেজ Copyright free হয়ে থাকে। তো,যদি  আপনি এই ওয়েবসাইট থেকে কোনো ইমেজ ডাউনলোড করে আপনার ভিডিও বা ব্লগে ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে কোনো ধরনের  Copyright strike এর সামনা করতে হবে না। 
- এটা একটা নতুন ওয়েবসাইট। এখানে প্রতিদিন কোনো না কোনো নতুন Background Image Upload হতে থাকে। এখান থেকে বহু Photo Editor রাই তাদের Photo Editing এর জন্য Background Image ডাউনলোড করে থাকেন। কিন্তু একটা বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। এই pexels.com ওয়েবসাইটের সমস্ত Background Image কিন্তু Copyright Free নয়। তাই আপনি যদি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও বানানোর জন্য Background Image নিতে চান তাহলে আপনার সেই ভিডিওতে  Copyright Strike আসার চান্স থাকতে পারে। তাই আপনাকে আমি বলবো যে যদি আপনি আপনার ফোটো এডিটিং করার জন্য এই pexels.com থেকে   Background Image নিতে চান তাহলে আপনি নিতে পারেন। 
-  এই pexels.com ওয়েবসাইটে আসার পর আপনি আপনার ফোনে এরকম কিছু দেখতে পাবেন।


pexels.com|| Best websites for copyright free images

- এখানে আপনি যেকোনো ধরনের Background Image search করতে পারেন। এরপর আপনি আপনার পছন্দের Background Image টি খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।


- No. 1 

Dictation.io


Dictation.io || top 5 website for everyone
Dictation.io || top website for everyone

- এই ওয়েবসাইট টি আমার মতে সবাই জন্য খুব কাজের। আজকের দিনে আমাদের মত বহু ব্লগার খুব কষ্ট করে তাদের ব্লগ পোস্ট লেখেন। 
- তাছাড়াও অন্যান্য যারা আছেন তারা হয়তো বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, যেমন কেউ অফিসে কাজ করেন, আবার কেউ স্টুডেন্ট বা যারা ইউটিউব ভিডিও এর জন্য স্ক্রিপ্ট লেখেন, বা এছাড়াও যারা বিভিন্ন ধরনের লেখা লেখি বা টাইপিং এর সঙ্গে যুক্ত তারা জানেন যে টাইপিং করা কতটা কষ্টের কাজ।

- এই কষ্ট টা যদি আপনি না করতে চান তাহলে আপনি এই ওয়েবসাইট টাকে ব্যবহার করতে পারেন।

- এই ওয়েবসাইট টিতে আপনি বিভিন্ন ভাষায় আপনার ভয়েস রেকর্ড এর মাধ্যমে, আপনার ভয়েস টেক্সট এ পরিণত হবে। 



Dictation.io || top website for everyone


- এখানে আপনি দ্রুত এবং ধীরগতিতে কিছু পড়তে পারেন। এবং আপনার পড়া জিনিস গুলি এখানে টেক্সট এ পরিণত হয়ে যাবে।  এরপর আপনি সেই টেক্সট টি কপি করে যেখানে খুশী ব্যবহার করতে পারেন।  
- আপনি যদি ব্লগার হয়ে থাকেন! তাহলে আপনাকে আমি এই ওয়েবসাইট টি ব্যবহার করার কথা বলবো। কারণ আমি জানি যে একটি পোস্ট লিখতে আমাদের কতটা সময় যায়! এবং কতটা  কষ্ট করতে হয়। 
- এবং আপনি যদি কোনো Student হয়ে থাকেন, তাহলেও আপনি এর ব্যবহার নিশ্চয়ই করুন। 
- আপনি আপনার পড়া গুলো এখানে নোটস করতে পারেন। এবং পরে তা পি.ডি. এফ ফাইলে করে নিতে পারেন। 


- ××××××××××××××××××××××××××××××××××××-




- ইন্টারনেটে এরকম আরও অনেক ওয়েবসাইট আছে,  যার মধ্যে কিছু ওয়েবসাইট আমাদের খুব কাজের এবং গুরুত্বপূর্ণ। 
- আমি চেষ্টা করবো এরপরের পোস্টে আপনাদের সেই সব ওয়েবসাইট এর মধ্যে কিছু ওয়েবসাইট সম্পর্কে বলার। যা আপনার কাজে আসতে পারে। 
- পোস্টটি ভালো লাগলে আমাদের ওয়েবসাইট টি ফলো করতে থাকুন। ধন্যবাদ। 


Post a Comment

أحدث أقدم