- The Beach - সিনেমার সম্পূর্ণ গল্পটি বাংলায় পড়ুন || Bangla Short Stories || সিনেমার গল্প ||
Bangla love stories |
এই গল্পের শুরুতে একজন ছেলেকে দেখানো হয়, যার নাম রিচার্ড। রিচার্ড তার জীবনের বেশিরভাগ সময় টা অ্যাডভেঞ্চারে মধ্য দিয়ে কাটাতে চায়। সে বিভিন্ন জায়গা ঘুরেফিরে দেখতে চায়। রিচার্ড তার কাজের ছুটির সময় কাটাতে ব্যাংকক আসে। এখানে রিচার্ড একটা হোটেলে থাকে। একদিন রিচার্ড যখন তার রুমের দরজার লক খুলতে চায় তখন সে সেটা খুলতে পারে না। এই সময় তার পাশের রুম থেকে একটি মেয়ে আসে.. মেয়েটার নাম ন্যান্সি। ন্যান্সি রিচার্ডকে তার রুমের দরজা খুলতে সাহায্য করে।
আর একটু পরেই ন্যান্সি তার বয়ফ্রেন্ডের সাথে তাদের রুমে চলে যায়।
সেই রাতে যখন রিচার্ড শুয়ে থাকে তখন তার ওপরের রুম থেকে একটি লোক রিচার্ড কে জিগ্গেস করে যে রিচার্ডের কাছে সিগারেট আছে কি না..
রিচার্ড তাকে না করে। এবং একটু পরে সেই লোকটি নিজেই রিচার্ডের কাছে সিগারেট নিয়ে আসে। এবং সে রিচার্ড কে থাইল্যান্ডের একটি Beach সম্পর্কে বলে,যেই Beach সম্পর্কে কেউ জানেনা। এবং সেই Beach টা খুব সুন্দর.. তাকে সবাই পৃথিবীর স্বর্গ বলে। কিছু বছর আগে কয়েকজন সেখানে গিয়েছিল যার মধ্যে এই লোকটিও ছিল যে এখন রিচার্ড কে এসব বলছে।
কিন্তু রিচার্ড এই লোকটির কথা বিশ্বাস করে না। রিচার্ড এসব মিথ্যে ভাবে।
পরদিন রিচার্ড তার রুমের সামনে একটি ম্যাপ দেখতে পায়। আর রিচার্ড বুঝে যায় যে এই কাজ টা কালকের সেই লোকের। এরপর রিচার্ড সেই লোকটির রুমে যায় এবং দেখে সেই লোকটি সুইসাইড করেছে।
পুলিশ রিচার্ডকে এর জন্য কিছু জিজ্ঞাসাবাদের পরে তাকে ছেড়ে দেয়। রিচার্ড হোটেলে ফেরার পর এই Beach সম্পর্কে ন্যান্সি ও তার Boyfriend ইটিয়ান কে বলে। এবং এরা সবাই মিলে থাইল্যান্ডের সেই Beach এ যাওয়ার জন্য রাজি হয়ে যায়।
এরপর প্রায় 24 ঘন্টা ট্র্যাভেল করার পর এরা তিনজন একটা জায়গায় পৌঁছায়। এখানে রিচার্ডের দুজন ছেলের সাথে আলাপ হয় যারা সেই জায়গা সম্পর্কেই কথা বলছিল যেই জায়গায় রিচার্ড, ন্যান্সি ও ইটিয়ান যাচ্ছে।
পরদিন যখন রিচার্ড ও ন্যান্সি ও ইটিয়ান এখান থেকে বেরিয়ে যায় তখন রিচার্ড সেই জায়গার ম্যাপের একটা কপি বানিয়ে সেই ছেলে দুটোর ঘরের বাইরে রেখে দেয়। এই সম্পর্কে রিচার্ড ছাড়া আর কেউ জানতো না যে রিচার্ড এই ম্যাপের কপি তাদের দিয়েছে।
এবং এরা তিনজন এখান থেকে একটা Boat এ করে একটা Beach এ গিয়ে পৌঁছায়। এখান থেকে তাদের সেই Beach এ যেতে হলে সাঁতার দিয়ে যেতে হবে কারণ সেই Beach এ কোনো boat যেতে চায়না।
এরপর এরা তিনজন সাঁতার দিয়ে সেই দ্বীপে পৌঁছনোর পর তারা দেখে এখানে বিশাল জায়গা জুড়ে নেশা জাতীয় চাষ করা হয়েছে। যা আসলে বেআইনি।
এখানে এই তিনজন পৌঁছনোর পর সেই মানুষ গুলো চলে আসে যারা এই নেশার গাছের চাষ করেছে। তাদের হাতে বন্দুক থাকে। তাই এরা তিনজন সেখান থেকে পালিয়ে বেরিয়ে যায়।
এখান থেকে পালিয়ে যাওয়ার পথে তারা একটা ঝরনার সামনে এসে পরে। এবং এখানে রিচার্ড ও ইটিয়ানের মধ্যে সামান্য ঝগড়া হয়। কিন্তু এর মধ্যেই ন্যান্সি সেই ঝরনার ঝাপ দেয় এবং তার সাথে সাথে রিচার্ড ও ইটিয়ান ও ঝরনায় নেমে পরে।
এরা তিনজন খুব আনন্দ করে। এবং এর মধ্যে সেখানে একজন লোক এসে এদের তিনজনকে তার সাথে যেতে বলে
এই লোকটি রিচার্ড, ন্যান্সি ও ইটিয়ানকে নিয়ে এমন একটি জায়গায় যায় যেখানে আরও অনেক লোক আছে। তারা সবাই এখানে এই Beach উপভোগ করতে এসেছে। এখানে এই সবার লিডার হল স্যাল নামের একটি মেয়ে। সেল রিচার্ডকে জিগ্গেস করে যে রিচার্ড এই জায়গার ম্যাপ কাউকে দিয়েছে কিনা.
রিচার্ড স্যাল এই বলে যে সে কাউকেই এই জায়গা সম্পর্কে কিছু বলেনি। আর কাউকেই এই জায়গার ম্যাপ দেয়নি।
আসলে সেই লোকগুলো এখানে নেশার চাষ করে আর তারা চায়না নতুন কেউ এখানে আসুক।
তাই এই জায়গা নতুন কেউ আসলে তাকে মেরে ফেলা হয়।
এরপর এখানে এই তিনজনকে থাকার পারমিসান দেওয়া হয়।
পরদিন এই তিনজন এমন একটি Beach দেখতে অআয় যার জলের রং নীল। এবং সেই জল একদম পরিস্কার। এটা দেখে রিচার্ড ও বাকি দুজন আনন্দে লাফিয়ে পরে। এখানে কোনো কষ্ট নেই। এখানে সবাই খুব আনন্দে আছে। আর এরা কেউ চায়না যে বাইরের কেউ এসে তাদের এই জায়গাটা নষ্ট করুক।
এদিকে রিচার্ড ন্যান্সিকে পছন্দ করে। রিচার্ড ন্যান্সিকে তার মনের কথা বলে কিন্তু রিচার্ড জানে যে ন্যান্সি ইটিয়ান কে ভালোবাসে। তাই হয়তো সে রিচার্ডের সাথে রিলেশন করবে না। কিন্তু পরে ন্যান্সি রিচার্ড কে বলে যে ন্যান্সিও রিচার্ডকে লাইক করে।
এবং এরপর ন্যান্সি ও ইটিয়ানের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যায়।
এরপর এখানে যারা থাকে তাদের কিছু জিনিস প্রয়োজন হয় যা আনার জন্য শহরে যেতে হয় । আসলে এখানে যেই নেশার গাছের চাষ করা হয় তা এরা শহরে নিয়ে যায় এবং তার বদলে এরা এদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে।
এবার শহরে যাওয়ার জন্য স্যাল রিচার্ডকে তার সাথে নিয়ে যায়।
যখন এরা শহরের একটি ওয়াইন শপে যায় তখন সেখানে সেই ছেলে গুলো আসে যাদের রিচার্ড সেই Beach এর ম্যাপের একটি কপি দিয়েছিল।
এখন তারাও সেখানে যেতে যায়। কিন্তু রিচার্ড তাদের না করে যে সেখানে কিছু নেই সেটা একটা মিথ্যে ম্যাপ।
কিন্তু ছেলেগুলো রিচার্ডের কথা বিশ্বাস করেনা।
আর এই কথা স্যাল জানতে পেরে যায়। যে রিচার্ড তাদের Beach এর ম্যাপ বাইরের কাউকে দিয়েছে।
কিন্তু স্যাল এই কথা কাউকে না বলার কথা বলে। কিন্তু তার বদলে রিচার্ডকে স্যালের সাথে সম্পর্ক করতে হয়।
এরপর তারা শহর থেকে তাদের Beach এ চলে আসে।
এরপর এই মানুষের মধ্যে দুজন মাছ ধরতে সমুদে যায় এবং সমুদে তাদের ওপর হাঙ্গর খুব খারাপ ভাবে হামলা করে। এতে একজন মারা যায় এবং একজন খুব বাজে ভাবে আহত হয়ে পরে।
সেই আহত ব্যক্তিকে এরা জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। কারণ এরা তার ব্যথার চিৎকার সহ্য করতে পারছে না। সবাই সেই ব্যক্তিকে ছেড়ে চলে আসে কিন্তু ইটিয়ান তার কাছেই থেকে যায়।
এরপর এই Beach এ আবার সব আগের মত হয়ে ওঠে।
কিছুদিন পর স্যাল রিচার্ড কে একটি জায়গায় নিয়ে যায় যেখান থেকে স্যাল রিচার্ডকে সেই ছেলেমেয়ে গুলোকে দেখায় যারা এখানে আসতে চাইছিল। এবং যাদের রিচার্ড ম্যাপ দিয়েছিল। স্যাল রিচার্ডকে বলে যে সে এখানে ততক্ষণ থাকবে যতক্ষণ না সেই ছেলেমেয়ে গুলো এখানে পৌঁছাতে পারে।
এরপর স্যাল এখান থেকে চলে যায়।
এরপর রাতে ন্যান্সি রিচার্ডের কাছে আসে এবং রিচার্ডকে থাপ্পড় মারে। কারণ ন্যান্সি রিচার্ড ও স্যালের ব্যাপারে জানতে পেরে গেছে। এবং এরপর ন্যান্সি সেখান থেকে চলে যায়।
এখানে তিনদিন নজর রাখার পর সেই ছেলেগুলা এই জায়গায় আসে। কিন্তু যখনই তারা এখানে আসে তখন এখানকার চাষিরা যারা নেশার চাষ করে, তারা সবাইকে গুলি করে মেরে ফেলে।
এবং এরপর একজন রিচার্ড কে দেখতে পায় এবং সে রিচার্ড কে মারার জন্য তার পেছনে আসতে থাকে। কিন্তু সে একটা ফাঁদে আটকে পরে। এবং রিচার্ড পালিয়ে বেঁচে যায়।
এরপর রিচার্ড ও ন্যান্সি সেই লোকটির কাছে যায় যার ওপর হাঙ্গর হামলা করেছিল। এখানে রিচার্ড তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেই লোকটিকে মেরে ফেলে কারণ লোকটির কষ্ট ঠিক হবার নয়।
যখন ন্যান্সি ও ইটিয়ান পালিয়ে যায় তখন রিচার্ড এখান থেলে পালানোর জন্য চেষ্টা করে। কিন্তু তখনই তার ওপর কেউ হামলা করে এবং রিচার্ড অজ্ঞান হয়ে পরে। যখন রিচার্ডের চোখ খোলে তখন সে তার সামনে সবাইকে দেখতে পায়। এখানে সেই লোকগুলোও থাকে যারা এখানে নেশার চাষ করে।
সেই ব্যক্তি খুব রেগে যায় কারণ এখানে বাইরের লোক আসতে শুরু করেছে। এই ব্যক্তি স্যালকে বলে যে সে কেন এই জায়গার ম্যাপ বাইরের দুনিয়ার মানুষকে দিয়েছে।
কিন্তু এখানে কথার মাঝে স্যাল ও রিচার্ডের মধ্যে ঝামেলা হয়। স্যাল সেই লোকটিকে বলে যে রিচার্ড এই জায়গার ম্যাপ বাইরের লোকের হাতে দিয়েছে।
এই জন্য সেই লোকটি স্যালের হাতে একটা পিস্তল দিয়ে রিচার্ড কে মারতে বলে।
স্যাল যখন গুলি করে তখন পিস্তল থেকে গুলি বেরোয় না। কারণ পিস্তলের সেই চেম্বারে গুলি থাকে না।
কিন্তু যেহেতু এখন রিচার্ড এই জায়গার ম্যাপ অন্যকে দিয়েছে তাই এখন এই লোকগুলো সবাইকে এই জায়গা থেকে যেতে বলে।
এবং তার কথায় সবাই এই জায়গা থেকে তাদের নিজেদের দুনিয়ায় ফিরে যায়।।
এরপর 1 বছর পরের সিন দেখানো হয় যেখানে রিচার্ডের কাছে একটা ইমেল আসে। যেটা ন্যান্সি পাঠিয়েছে। তার মধ্যে সেই ফটো থাকে যেখানে সেই জায়গার সবাই একসঙ্গে আনন্দ করছিল।
আর এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন