Duma - এক অদ্ভুত ভালোবাসার গল্প || হলিউড সিনেমার গল্প বাংলাতে পড়ুন || Bangla Story
Bangla short stories |
-এই কাহিনি আপনাকে এমন কিছু শেখাবে! যা আপনার সারাজীবন মনে থাকবে।।। এই কাহিনি থেকে আপনি কিছু তো অবশ্যই শিখতে পারবেন।
- এই কাহিনি আপনাকে এমন কিছু বলবে, যা আপনার সাথে হয়েছে! বা হতে পারে.. কারণ এটা এমন একটা গল্প! যা সবার জীবনের সাথেই কোনো না কোনো ভাবে জড়িত।
- এই গল্প আপনাকে শেখাবে যে, হয়তো এমন কিছু জিনিস আমাদের জীবনের সাথে জড়িয়ে পরে, যাকে আমরা মন থেকে ভালোবাসি! কিন্তু সেই জিনিস টা আমরা কখনোই পাইনা..
- যাকে আমাদের পাওয়ার কথা! সে আমাদের ছেড়ে কেন চলে যায়?
-
- যদি সেই তা আমাদের নাই হয়ে থাকে! তাহলে সেই জিনিস টা আমাদের জীবনে কেন এসেছিল?
- এইসব প্রশ্নের উওর হয়তো আপনি এই গল্পের শেষে পেয়ে যাবেন.. যদি আপনি এই গল্পটার আসল মানে বুঝতে পারেন!!
-
-
-এই কাহিনি শুরু হয় পশুরাজত্ব থেকে। জঙ্গলে কয়েকটি সিংহ একটি চিতাকে মেরে ফেলে..
-সেই চিতার তিনটি বাচ্চাও থাকে! কিন্তু তাদের মা মারা যাওয়ার তারা এখন অনাথ।
- আসলে পশু হোক কিংবা মানুষ ! জীবনে মায়ের ভালোবাসা বা টিকে থাকার সংঘর্শটা বলতে গেলে একই ধরনের।
- সেই ছোট্ট চিতার বাচ্চাগুলোর মা যে আর নেই! সেটা হয়তো তারা বুঝতে পারেনা!
- কিন্তু খিদে জিনিস টা সবাই বুঝতে পারে।
- যখন রাত হয়ে যায়, তখন সেই তিনটি চিতার বাচ্চাদের মধ্যে একটি বাচ্চা, ফরেস্ট এর জাল পার করে, রাস্তার মাঝখানে চলে আসে।
- বাচ্চাটি বেশ কিছুক্ষণ রাস্তায় থাকার পর, সেখানে একটি গাড়ি আসে। আর এই গাড়ির ভেতরে থেকে "জেন " নামের একটি ছোট ছেলে, ও তার বাবা সেই বাচ্চাটিকে দেখতে পায়।
- তারা গাড়ি থেকে নেমে সেই চিতার বাচ্চাটিকে হাতে তুলে নেয়। তারা এটা জানে যে, এই রাস্তায় সারারাত গাড়ি চলাচল করে। তাই তারা যদি এই চিতার বাচ্চাটিকে এখানেই রেখে যায়, - তাহলে এই বাচ্চাটি অন্য কোনো গাড়ির নিচে চাপা পরবে..
- তাই জেন ও তার বাবা এই চিতার বাচ্চাটিকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে আসে।
- চিতার বাচ্চার বয়স এখন খুবই কম। তাই এখন যদি জেন বা তার বাবা একে জঙ্গলে রেখে আসে, তাহলে এই বাচ্চাটি মারা যাবে। কারণ এ এখনো শিকার করার বয়সে আসেনি। আর এ এতই ছোট্ট যে, ঠিক ভাবে হয়তো মাংসও খেতে পারেনা।
- তাই একে এখন জঙ্গলে রেখে আসাটা বোকামি হবে।
- তাই জেনের বাবা এটা সিদ্ধান্ত নেয় যে -, যতদিন এই বাচ্চাটা বড়ো হচ্ছে, ততদিন এই বাচ্চাটিকে তারা তাদের বাড়িতেই রাখবে।
- আর যখন সে বড়ো হয়ে যাবে, তখন জেন ও তার বাবা একে সেই জায়গায় রেখে আসবে!, যেখান থেকে তারা একে পেয়েছে।
- জেন আস্তে আস্তে এই বাচ্চাটিকে আপন করে ফেলে। জেন এই চিতার বাচ্চার নাম দেয় " ডুমা "...
- ডোমাও আস্তে আস্তে মানুষের সংস্পর্শে আসতে থাকে। ডোমা চিতা হলেও সে জেনের কথা বুঝতে পারে। সে একদম ই বাকি চিতাদের মত নয়।
- জেন ও ডুমা একই রুমে থাকে। তারা একই সাথে খেলে। আর এভাবে আস্তে আস্তে ডুমা বড়ো হয়ে ওঠে।
- এখন জেন ডুমাকে দৌড়াতে নিয়ে যায়। জেন তার বাইকে করে এগিয়ে যায়, আর ডুমাও তার সাথে এগিয়ে যায়। ডোমা এত জোরে দৌড়ায় যে জেন তার অনেক বেশি পেছনে পরে থাকে।
- জেন ডুমাকে এজন্য দৌড় করায়, যাতে যখন জেন তাকে জঙ্গলে রেখে আসবে!, তখন ডোমাকে দৌড়াতে হবে। আর সে না দৌড়াতে পারলে নিজের শিকার ধরতে পারবেনা.. আর শিকার না ধরতে পারলে ডুমা সেখানে টিকতে পারবেনা।
- এরপর আরও কিছু দিন কেটে যায়। আর ডুমা এখন পুরোপুরি বড়ো হয়ে গেছে। আর সে এখন জঙ্গলে নিজেকে মানিয়ে নিতে পারবে।
- তাই জেনের বাবা একদিন জেনের কাছে ডুমার বিষয়ে বলে। জেনের বাবা জেনকে বলে যে- ডুমা এখন পুরোপুরি বড়ো হয়ে গেছে। এখন সে জঙ্গলে থাকার জন্য যথেষ্ট বড়ো.. এখন আমাদের ডুমাকে তার নিজের দুনিয়ায় রেখে আসা উচিত।
- কারণ ডুমার কাছে জঙ্গল ই সব! আর ডোমার আসল জায়গা হল সেটাই, যেখান তার জন্ম হয়েছে।
- প্রথমে জেন তার বাবার কথায় রাজি হয়না!
- কিন্তু জেনের বাবা তাকে বোঝায় যে, ডুমার আসল জীবন সেখানেই। ডুমা জঙ্গলের জন্য তৈরী হয়েছে।
- সে একদিন আমাদের সাথে থাকলেও তার আসল জীবন জঙ্গলে। ডুমাকে তার লড়াই জঙ্গলে লড়তে হবে। কারণ ডুমা পরিচয় সেখানেই! যেখানে তার থাকা উচিৎ।
- জেন তার বাবার কথা বুঝতে পারে। আর সে ডুমাকে জঙ্গলে রেখে আসার কথায় রাজি হয়।
- জেনের বাবা একটি ম্যাপ দেখায়, যেখান থেকে তারা ডুমাকে পেয়েছিল। আর এখন তাদের সেখানেই ডুমাকে রেখে আসতে হবে।
- কিন্তু ডুমাকে রেখে আসার আগেই জেনের বাবার শরীর খারাপ হয়ে পরে। আর খুব দুঃখজনক ভাবে জেনের বাবা মারা যায়।
- জেনের বাবা মারা যাওয়ায়, জেনের মাকে শহরে একটি চাকরি নিতে হয়। যার জন্য জেন ও ডুমাকে তার মায়ের সাথে শহরে চলে যেতে হয়।
- শহরে আসার পর জেনের মা জেনকে যেই স্কুলে ভর্তি করায়, সেখানে একদিন ডুমা চলে আসে।
- প্রথমে কেউ ডুমাকে দেখতে পায়না! কিন্তু পরে ডুমাকে দেখে স্কুলের সব বাচ্চারা ভয়ে চিৎকার শুরু করে।
- আর জেন যখন বাথরুমে আসে, তখন সেখানে কয়েকটি ছেলে তাকে ধমকানোর চেষ্টা করে।
- আর তখনই সেখানে ডুমা চলে আসে। ডুমাকে দেখে সেই ছেলেগুলো ভয় পেয়ে যায় । আর তারা তাকে দেখে পালিয়ে যায়। ছেলেগুলোর পালানোর সময়, তাদের পটেক থেকে কিছু টাকা পরে যায়। আর সেই টাকাগুলো জেন তার কাছে রেখে দেয়।
- জেন এটা বুঝতে পারে যে, ডুমাকে আর তার সাথে রাখা যাবেনা!
- ডুমাকে তার নিজের দুনিয়ায় ফিরিয়ে দিতে হবে।
- সে কারণ জেন তার মায়ের গ্যারাজে একটি চিঠিতে এটা লিখে যায় - যে, জেন ডুমাকে তার নিজের জায়গায় রেখে খুব তাড়াতাড়ি ফিরে আসবে।
- আর এরপর জেন তার বাবার মোটরসাইকেলে, ডুমাকে নিয়ে সেই জায়গার দিকে রওনা হয়, যেখানে ডুমাকে ফিরিয়ে দিতে হবে।
- ডুমা ও জেন অনেকটা পথ বাইকে করে চলে আসে। তারা এমন একটি জায়গায় আসে, যেখানে চারিদিকে শুধুমাত্র মরুভুমি। তাদের কাছে খাবার ও জল খুবই কম। কিন্তু এখনো সেই জায়গা অনেক টা দুরে, যেখানে এদেরকে যেতে হবে।
- দিনের পর দিন জেন ডুমাকে নিয়ে এগিয়ে যেতে থাকে। কিন্তু তারা তাদের জায়গা থেকে এখনো অনেক দুরে।
- অনেক টা পথ আসার পর জেনের বাইকের তেল শেষ হয়ে যায়। যার জন্য তাকে তার বাইক টাকে ছেড়ে দিতে হয়।
- এরা যেখানে আছে,সেখানে রোদের তেজ খুব বেশি.. তাই জেন ডুমাকে নিয়ে একটি জায়গায় বিশ্রাম নিতে শুরু করে।
- এরা যখন বিশ্রাম নিচ্ছিল, তখন সেখানে একজন লোক আসে, যার নাম রিপ।
- রিপ একজন ড্রিফটার!, যার মানে হল রিপ যেখানে সেখানে কোনো উদ্দেশ্য বা কাজ ছাড়াই ঘুরে বেড়ায়।
- যখন রিপ জেনের বাইকটা পরে থাকতে দেখে, তখন রিপ সেটার কাছে যায়! আর তখনই জেন সেখানে বেরিয়ে আসে। জেন রিপ কে বলে যে সেটা তার বাইক।
- জেন রিপকে জিগ্যেস করে যে সে কোথায় যাচ্ছে?
- তখন রিপ জেন কে বলে যে, সে সাউথ এর দিকে যাচ্ছে।
- এরপর রিপ একই প্রশ্ন জেনের কাছে করে -
- তখন জেন তাকে বলে, আমরা ওয়েস্টের দিকে যাচ্ছি।
- রিপ আবার জিগ্যেস করে - আমরা মানে?
- তোমার সাথে আর কে আছে?
- রিপের কথা শুনে ডুমা আড়াল থেকে বেরিয়ে আসে। আর রিপ ডুমাকে দেখে অবাক হয়ে যায়।
- রিপ জেন ও ডুমাকে জল দেয়। কারণ তাদের এটা দরকার ছিল।
- জেন তার বাইকে একটি প্যারাসুট লাগায়, যেটা সে একটি ভাঙা প্লেন থেকে পেয়েছে।
- এরপর তারা হাওয়ার প্রবাহকে কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে থাকে।
- কিন্তু অনেক টা যাওয়া পর এই বাইকটা আর যেতে পারে না! তাই জেনের বাইক টা এখানে রেখেই এদের এগিয়ে যেতে হয়।
- এখানে রিপ জেনকে বলেছিল যে, রিপ তাকে ওয়েস্টে নিয়ে যাবে, এরপর সে তার পথে।
- কিন্তু রিপ এই কথাটা মিথ্যে বলে!
- রিপ ডুমাকে কোথায় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছিল! আর ডুমাকে বিক্রি করার পর জেনকে তার বাড়িতে পাঠানোর কথা প্ল্যান করেছিল।
- প্রথমে জেন রিপের এই প্ল্যান বুঝতে পারে না।
- কিন্তু পরে যখন জেন তার কম্পাস বের করে দেখে, যে রিপ তাদের নর্থ এর দিকে নিয়ে যাচ্ছে! তখন জেন সব বুঝে যায়। কিন্তু তখন জেন রিপকে এই বিষয়ে কিছুই বলেনা।
- কিছুটা এগিয়ে যাওয়ার পর রিপ একটা সুরঙ্গ দেখতে পায়। রিপ এটা দেখে তার ভেতরে চলে যায়, কারণ তার মতে এর ভেতরে হিরে পাওয়া যায়।
- রিপ জেনকে তার সাথে ভেতরে যেতে বলে-
- কিন্তু জেন ভেতরে যায়না! ফলস্বরুপ রিপ একাই ভেতরে যায়। আর জেন ডুমাকে নিয়ে ওয়েস্টের দিকে থাকে।
- একটু পরেই গুহার ভেতরে থেকে রিপের চিৎকারের আওয়াজ আসে। জেন ভেতরে গিয়ে দেখে যে রিপ মাটির নিচে চাপা পরেছে! .
- জেন রিপের কাছে গিয়ে, শুধুমাত্র তার মুখের ওপর থেকে মাটি সরিয়ে দেয়। কারণ জেন রিপকে বলে যে, যদি আমি তোমাকে সাহায্য করি, তাহলে তুমি আমাদের নিয়ে বেচে দেবে। তাই আমি তোমাকে পুরোপুরি সাহায্য করলাম না
- আর এই বলে জেন ডুমাকে নিয়ে ওয়েস্টের দিকে এগিয়ে যায়।
- এদের পথে আরও নানান বাধা আসে। কিন্তু জেন ডুমাকে নিয়ে সেই জায়গার দিকে যেতেই থাকে।
- অনেক দিন পর ডুমা ও জেনের কাছে খাবার শেষ হয়ে যায়। যার জন্য জেন ডুমাকে শিকার করতে বলে..
- ডুমা ও জেন একটু পরে জঙ্গলের মহিশের দল দেখতে পায়। জেন ডুমাকে তাদের মধ্যে যেকোনো একটা শিকার করতে বলে।
- ডুমা জেনের কথায় মহিশ শিকারের চেষ্টা করে। কিন্তু ডুমাকে সেই মহিশদের দল তাড়িয়ে দেয়! কারণ ডুমা এর আগে কখনো শিকার করেনি।
- ডুমা ও জেন এখান থেকে আলাদা হয়ে যায় ।
- জেন ডুমাকে খুজতে থাকে..
- কিন্তু ডুমা একটি খাচার ভেতরে আটকে পরে.. তাই জেন ডুমাকে খুজে পায়না! অন্যদিকে জেন নিজেও একটা ফাদে পরে জ্ঞান হারায়।
- যখন জেন জ্ঞান ফিরে পায়., তখন সে দেখে তার সামনে রিপ বসে আছে। আর রিপ ডুমাকেও ছাড়িয়ে নিয়েছে।
- আর এরপর রিপ তার ভুলের ক্ষমা চায়।
- রিপ স্বীকার করে যে, সে ডুমা ও জেনের বদলে কত টাকা কামাবে! তা ভাবছিল!
- কিন্তু এখন সে তা চায়না! আর এখন রিপ জেনের সাহায্য করবে।
- এরপর জেন, ডুমা ও রিপ ওয়েস্টের দিকে এগোতে থাকে। পথেই রিপ তার সম্পর্কে অনেক কথা বলে।
- রিপ এটাও বলে যে এখান থেকে তার গ্রাম বেশি দুরে নয়...
- যখন তারা একটি মাঠের মধ্যে হেঁটে যাচ্ছিল, তখন সেখানে অনেক ডেডসিফ্লাই আক্রমণ করে। রিপ তার শরীর দিয়ে জেন কে বাচায়.. কিন্তু নিজের ডেডসিফ্লাই এর শিকার হয়ে যায়।
- ডেডসিফ্লাই মানুষের রক্ত চুসে নেয়! আর রিপের সাথেও তাই হয়।
- রিপের অবস্থা খারাপ হয়ে যায়। জেন রিপের অবস্থা খারাপ দেখে তার সাহায্যর জন্য, রিপের গ্রামের দিকে যায়, যেটা রিপ বলেছিল।
- জেন রিপের গ্রাম থেকে একজন বৈদ্যকে নিয়ে আসে। আর এরপর রিপের চিকিৎসা করার পর রিপ সুস্থ হয়ে ওঠে। এখানে রিপের পুরো পরিবার চলে আসে। যাদের রিপ অনেক আগে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এরপর রিপ আর এদের ছেড়ে যাবেনা।
- যখন জেন রিপের ফ্যামিলি ও তার গ্রাম থেকে ফিরে ডুমাকে খুজতে শুরু করে, তখন অনেক খোজার পর জেন ডুমাকে দেখতে পায়।
- ডুমা এখন অন্য একটি চিতার সাথে শিকার করছিল। আর এটা দেখে জেন বুঝতে পারে, যে ডুমা এখন তার নিজের হারানো পরিবার ও দুনিয়া ফিরে পেয়েছে।
- ডুমা জেনকে দেখতে পেয়ে তার কাছে আসে.. আর তাকে নিজের মত করে আদর করতে থাকে।
- আসলে এটাই তাদের শেষ দেখা।
- এরপর জেন ডুমাকে সেখান রেখে আসে। আর কিছুদিন পরেই জেন তার মায়ের কোলে ফিরে আসে। আর এভাবে এই গল্পটি এখানেই শেষ হয়।
একটি মন্তব্য পোস্ট করুন