Top 5 important Apps For YouTubers || Best Needfull Apps For All YouTubers
Image credit - pixabay.com |
আপনি যদি ইউটিউবে কাজ করতে চান বা আপনি যদি ইতিমধ্যেই ইউটিউবে নিজের চ্যানেলের ওপর কাজ শুরু করে দিয়ে থাকেন- তাহলে আজকের ব্লগ পোস্ট টি একটু মন দিয়ে পড়ুন কারণ আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাকে বলবো, যেইসব অ্যাপ্লিকেশন প্রত্যেক নতুন ইউটিউবার এর ফোনে থাকা প্রয়োজন।
বন্ধুরা সাধারণ যখন আমরা নতুন নতুন ইউটিউব সম্পর্কে জানতে পারি যে কিভাবে আমরা ইউটিউবে নিজেদের চ্যানেল বানিয়ে সেখানে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারি।
তখন আমরা সবাই হয়তো প্রচুর আগ্রহ নিয়ে ইউটিউবে নেমে পরি।
কিন্তু আমরা নতুন হওয়ায় না তো আমাদের কাছে ইউটিউবে সম্পর্কে কোনো নলেজ থাকে আর নাতো আমরা জানি যে এখানে আমাদের কিভাবে কাজ করতে হবে।
আমরা হয়তো দেখি যে কিভাবে অন্য ইউটিউবার রা তাদের ভিডিও, Thumbnail, Intro. এসব জিনিস কত সুন্দর ভাবে তৈরী করে আপলোড করেন।
যা দেখলেই দর্শকরা তার চ্যানেল অবশ্যই Subscribe করবে।
কিন্তু যারা নতুন ইউটিউবার থাকেন তারা তো এসব বিষয়ে জানেন ই না যে বড়ো বড়ো ইউটিউবার রা কিভাবে বা কোন কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের ভিডিও এডিটিং,Thumbnail, এসব করে থাকেন।
তো আপনি যদি একটু ধর্য্য নিয়ে আজকের এই ব্লগ পোস্টটি মন দিয়ে পড়েন তাহলে আশা করছি যে আপনিও সেই সব অ্যাপ্লিকেশন এর বিষয়ে জানতে পারবেন।
No. TagYou
TagYou |
- বন্ধু আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আপনি হয়তো Tag সম্পর্কে একটু কম জানেন। কিন্তু আমি আপনাকে খুব সংক্ষেপে বলছি যে Tag আপনার ভিডিও কে ভাইরাল করতে বা আপনার ভিডিও Rank করাতে কাজে লাগে।
TagYou |
- বলতে গেলে আপনার ভিডিও ভাইরাল এবং Rank করাতে হলে আপনার ভিডিও তে আপনাকে ভালো কিছু Tag এর ব্যবহার করতে হবে।
- কিন্তু আপনি নতুন বলে হয়তো আপনি আপনার ভিডিও এর জন্য সেরকম কিছু TAG আপনার ভিডিও এর জন্য খুজে লাগাতে পারবেন না।
TagYou |
- কিন্তু আপনার কাছে যদি এই Tag You অ্যাপ্লিকেশন টি থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার ভিডিও রিলেটেড সবচেয়ে ভালো কিছু TAG খুজতে পারবেন।
- এই অ্যাপ্লিকেশন টি ওপেন করার পর আপনি এখানে Search করার Option পাবেন।
TagYou |
- এখানে আপনি আপনার ভিডিও এর যে টাইটেল সেটি টাইপ করে সার্চ করলেই আপনি কিছু ট্যাগ দেখতে পেয়ে যাবেন।
- এরপর এখান থেকে আপনার পছন্দের কয়েকটি বা আপনি চাইলে সবকটি ট্যাগ আপনার ভিডিও তে ব্যবহার করতে পারেন।
- Tube Buddy
Tube Buddy |
- নতুন ইউটিউবার দের জন্য এই Tube Buddy অ্যাপ্লিকেশন টি খুব গুরুত্বপূর্ণ। Tube Buddy অ্যাপ্লিকেশন টির কাজ সম্পর্কে আপনাকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। কারন এর সম্পর্কে সব কিছু বলতে গেলে আপনি বিরক্ত হয়ে পরবেন।
Tube Buddy |
- টিউব বাডি অ্যাপ্লিকেশন টির কাজ হল আপনাকে এটা সেখানো যে আপনি যে ভিডিও টা বানানোর কথা ভাবছেন সেই ভিডিও টিতে কিভাবে টাইটেল এবং ডেসক্রিপসন দিলে আপনার ভিডিও টা RANK করতে পারে।
- কারণ হতে পারে যে আপনি যেই ভিডিও টা বানানোর কথা ভাবছেন সেই ভিডিওত এর মত আরও হাজার টা ভিডিও ইউটিউবে আগেই থেকেই আপলোড করা হয়েগেছে।
Tube Buddy |
- তো আপনি কিভাবে টাইটেল এবং ডেসক্রিপসন লিখলে আপনার সেই ভিডিও টি Rank করতে পারে তা আপনি এই Tube Buddy অ্যাপ্লিকেশন টি ব্যবহারের মাধ্যমে জানতে পারবেন।
- Pixellab
Pixellab |
- আপনি হয়তো জানেন যে একটি ভিডিও কে ভাইরাল করতে যেই জিনিস টির প্রায় 90 % ভুমিকা থাকে সেটি হল ভিডিও Thumbnail..
- যখন আপনার চ্যানেলের কোনো ভিডিও এমন কোনো ব্যক্তির কাছে যাবে যে আপনার Viewers নয়। তখন সেই ব্যক্তি আপনার ভিডিও টিতে তখনই ক্লিক করে ওপেন করবে যখন সে আপনার ভিডিও এর Thumbnail টায় কিছু আকর্ষণীয় দেখবে।
Pixellab |
- টাইটেল এখানে পরের কথা। কিন্তু এই কথা সবাই মানেন যে একটি ভিডিও তে ভিউ আনতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভুমিকা থাকে ভিডিও এর Thumbnail এর।
- তাই আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে যে আপনি আপনার ভিডিও এর Thumbnail টা খুব আকর্ষণীয় করে বানান।
Pixellab |
- এবং আপনি যদি সেরকম আকর্ষণীয় Thumbnail বানাতে চান তাহলে আপনি এই Pixellab অ্যাপ্লিকেশন টি ব্যবহার করুন।
- কারণ এই অ্যাপ্লিকেশন টি প্রায় সব ইউটিউবার রাই তাদের Thumbnail বানানোর জন্য ব্যবহার করে থাকেন।
- এখানে আপনি বিভিন্ন ধরনের আকর্ষণীয় Fonts দেখতে পেয়ে যাবেন যা আপনার Thumbnail কে আকর্ষণীয় বানাতে সাহায্য করতে পারে।
- এবং এই অ্যাপ্লিকেশন টির মাধ্যমে আপনি High Quality Thumbnail বানাতে পারবেন। যা অন্য অ্যাপ্লিকেশন এ হয়তো আপনি পাবেন না।
-
- Open Camera
Open Camera |
- যারা ইউটিউবে নতুন নতুন কাজ শুরু করেছেন এবং যাদের কাছে Face Cam ভিডিও সুট করার মত ভালো ক্যামেরা নেই। তারা এই Open Camera অ্যাপ্লিকেশন টি ব্যবহার করতে পারেন।
- এই অ্যাপ্লিকেশন টির মাধ্যমে আপনি এমন কিছু এক্সট্রা Option পেয়ে যাবেন যা আপনার ফোনের সাধারণ ক্যামেরা তে পাবেন না।
Open Camera |
- Open Camera অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনি যদি কোনো এক্সট্রা মাইক ব্যবহার করতে চান তাহলে সেটাও আপনি পারবেন যা আপনার ফোনের ক্যামেরা তে পারবেন না।
- Kinemaster mod
Kinemaster mod |
- আপনি হয়তো এই অ্যাপ্লিকেশন টির সম্পর্কে আগে থেকেই কিছু জানতেন বা কখনো হয়তো ব্যবহার করেছেন।
- এই অ্যাপ্লিকেশন টি সেই সবাই ব্যবহার করেন যারা একটু প্রফেশনাল ভিডিও এডিটর দের মত ভিডিও এডিটিং করতে চায়।
- এই অ্যাপ্লিকেশন টির ব্যবহার ছোট এবং বড়ো সব ধরনের ইউটিউবার রাই করে থাকেন। তাদের ভিডিও কে আরও বেশী করে আকর্ষণীয় করে তোলার জন্য।
-
Kinemaster mod |
আপনি যদি আপনার ভিডিও কে খুব ভালো ভাবে এডিটিং করতে চান তাহলে আপনি এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশন টির সাহায্য তা করতে পারেন।
এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশন টি ব্যবহার করা খুব সহজ। এবং যারা এডিটিং এর সম্পর্কে ততোটাও জানেন না তারাও এই অ্যাপ্লিকেশন টির সাহায্য খুব ভালো কাজ চালানোর মত এডিটিং করতে পারবেন।
এই অ্যাপ্লিকেশন টিতে আপনি কোনো ভিডিও কে ছোট, বড়ো, স্লো, ফাস্ট এবং তার মধ্যে কোনো মিউজিক অ্যাড ও করতে পারবেন।
Kinemaster mod |
ভিডিও এডিটিং এর জন্য এছাড়াও অন্য অনেক অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু সেগুলো সবাই ঠিক ভাবে ব্যবহার করতে পারেন না।
তাই সবাই এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশন টির ব্যবহার করে থাকেন।
তাই নতুন বা পুরোনো ইউটিউবার হিসেবে আপনাকেউ আমি এই অ্যাপ্লিকেশন টি ব্যবহার করার জন্য বলছি।
- বন্ধুরা আমি আপনাদের যেই কয়েকটি অ্যাপ্লিকেশন এর সম্পর্কে বললাম। সেই সব অ্যাপ্লিকেশন বাদ দিয়েও আরও অনেক গুলো অ্যাপ্লিকেশন আছে যা আপনার খুব কাজের।
- কিন্তু আমি আজকের এই পোস্টে লিখতে পারলাম না। তাই আমি পরের কোনো পোস্টে সেই অ্যাপ্লিকেশন গুলি সম্পর্কে আপনাদের বলবো।
- তাই আপনি চাইলে এখন থেকেই আমাদের ওয়েবসাইট টি ফলো করতে পারেন।
- এবং আজকে পোস্ট টি ভালো লাগলে অবশ্যই আপনার ইউটিউবার বন্ধুদের সাথে শেয়ার করুন।
- ধন্যবাদ 🙏
إرسال تعليق