Rasuk 2
bangla short horror stories |
- আজকে আমি আপনাদের একটি ইন্দোনেশিয়ান মুভি- RASUK - এর পুরো গল্পটা সহজ ভাবে বলার চেষ্টা করবো।
এটি এমন একটি হরর ফিল্ম, যেখানে খুব সহজ ভাবে, একটি ভুতুড়ে গল্প তুলে ধরা হয়েছে।
- এই সিনেমার গল্পটিতে প্রধান চরিত্র হিসেবে ইসাবেল নামের একটি মেয়ে থাকে। এই মেয়েটি একজন মেডিক্যাল স্টুডেন্ট।
- গল্পের শুরুতেই ইসাবেল কে তার দুজন বন্ধুর সাথে একটি মেডিক্যাল রুমে দেখানো হয়, যেখানে একজন ডাক্তার তাদের অ্যাটপ্সি করা শেখায়।
- ইসাবেল তার ক্লাস শেষ হওয়ার যখন বাড়ির জন্য বেরিয়ে যায়, তখন তার মনে পরে যে, সে তার ফোন হাসপাতালেই রেখে এসেছে। আর এরপর ইসাবেল ন্যাস ও আমলা কে চলে যেতে বলে, নিজে একাই তার ফোনটা আনতে চলে যায়।
- যখন ইসাবেল হাসপাতালে ঢোকে, তখন সে হঠাৎ একটি অদ্ভুত মেয়েকে দেখতে পায়! মেয়েটির মুখের অবস্থা মোটেই কোনো সাধারণ মেয়ের মত ছিলনা! কিন্তু ইসাবেল মেয়েটিকে দেখতে দেখতেই মেয়েটি গায়েব হয়ে যায় । এতে ইসাবেল খুব ভয় পেয়ে যায় । কিন্তু পরে সে ভাবে যে, এটা তার মনের ভুল! কিন্তু তখনই হাসপাতালে সেই মেয়েটির ডেড বডি আসে, যাকে একটু আগেই ইসাবেল দেখতে পেয়েছিল। এটা দেখে ইসাবেল আরও অবাক হয়ে যায়।
- আর এরপর সে বাড়িতে চলে আসে।
- সিনেমার এই ঘটনা থেকে RASUK নামের এই সিনেমার আসল গল্প শুরু হয়।
- ইসাবেল যখন প্রথম দিন সেই মেয়েটাকে দেখতে পায়, তখন সেটা তার মনে ভুল বলে মেনে নেয়।
- কিন্তু এরপর সে আরও বেশ কয়েকবার সেই মেয়েটির আত্মাকে দেখতে পায়।
- যখন ইসাবেল অ্যাটপ্সির ক্লাসে থাকে, তখন সেই মেয়েটি তার দিকে ভয়ংকর রুপ নিয়ে তাকিয়ে থাকে! এতে ইসাবেল খুব ভয় পেয়ে যায়! কিন্তু সে কাউকেই এসব ঘটনার কথা খুলে বলতে পারেনা।
- যখন ইসাবেল এসব ঘটনার কথা doctor কে বলে, তখন সেই ডাক্তার ইসাবেলকে এটা বলে যে
- , " সে যা দেখেছে, বা এখন যা দেখে! সেসব তার Hallucinations ছাড়া আর কিছুই নয় "
- কিন্তু দিনের পর দিন ইসাবেল সেই মেয়েটির আত্মাকে দেখতে পায়। এদিন ইসাবেল সেই মেয়েটির আত্মাকে দেখে এত বেশী ভয় পেয়ে যায়, যে ইসাবেল হাসপাতালে অজ্ঞান হয়ে পরে থাকে!
- আর তাকে তার বন্ধু ন্যাস, আমলা ও রাজা নামের একটি ছেলে তার বাড়িতে দিয়ে যায়।
- পরিদিন সকালে ইসাবেলের দিদি ইনগ্রিদ, ইসাবেলের কথা শুনে,তাকে দেখতে আসে।
- এখানে আসার পর ইনগ্রিদের রাজার সাথে পরিচয় হয়, যে ইসাবেলকে বাড়িতে নিয়ে এসেছিল।
- ইনগ্রিদ রাজাকে তার কাজের জন্য ধন্যবাদ জানায়। আর এরপর সে ইসাবেলের কাছে চলে যায়।
- কিন্তু যখন ইনগ্রিদ ইসাবেলের রুমে আসে, তখনও ইসাবেলের কোনো জ্ঞান ছিলনা।
- যখন ইসাবেলের জ্ঞান ফিরে আসে, তখন ইসাবেলকে সেই সব ঘটনার কথা বলে, যা এতদিনে তার সাথে হয়েছে।
- এসব শোনার পর ইনগ্রিদ ইসাবেলকে রেস্ট নিতে বলে।
- - আর এরপর ইসাবেল রেস্ট নিতে শুয়ে পরে।
- কিন্তু ইসাবেল হঠাৎ দেখে যে, তার হাত পা বিছানার সাথে বেধে দেওয়া হয়েছে।
- আর তার ঘরে কোনো মানুষ নেই।
- তার ঘরে তিনজন অদ্ভুত মানুষকে দেখতে পাওয়া যায়, যাদের সারা শরীর কালো কাপড়ে ঢাকা!
- এই এরপরেই ইসাবেল সেই মেয়েটির আত্মাকে আবারও দেখতে পায়..
- মেয়েটির আত্মা ইসাবেলের দিকে খুব ভয়ংকর ভাবে তাকিয়ে থাকে! তার চোখ দুটো পুরো ফ্যাকাশে রং এর..,
- এসব ভয়ানক ঘটনা দেখে ইসাবেল জোরে চিৎকার করতে শুরু করে!
- আর যখন ইসাবেলের চোখ খোলে, তখন সে নিজেকে তার রুমেই মধ্যেই আবিস্কার করে। আর এরপর ইসাবেল এটা বুঝতে পারে!- যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল।।
- ইসাবেলের চিৎকারে ইনগ্রিদ সেখানে চলে আসে! তার সে ইসাবেলকে জিগ্যেস করে, যে সে আবারও ভুত দেখতে পেয়েছে কিনা?
- ইসাবেল তাকে সেইসব কথা বলে, যা সে স্বপ্নে দেখেছে।
- আর এরপর ইনগ্রিদ, ইসাবেলকে সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দেয়।।
- কিন্তু এরপরেই , ইনগ্রিদ ইসাবেলের কাছে রাজার সম্পর্কে বলে। ইনগ্রিদ ইসাবেলকে এটা বলে, যে রাজা একজন খুব ভালো ছেলে.. আর হয়তো রাজা ইসাবেলকে পছন্দ করে।
- ইনগ্রিদের কথায় ইসাবেলের মনে রাজার জন্য কিছু টা জায়গা তৈরি হয়। -
- এরপর যখম ইনগ্রিদ সেখান থেকে চলে যায়, তখন রাজা ইসাবেলের সাথে দেখা করতে আসে।
- রাজা ইসাবেলকে এটা বলে যে, যদি ইসাবেলের কখনো কোনো প্রবলেম হয়! তাহলে ইসাবেল যেনো রাজাকে ডেকে পাঠায়।
- রাজার কথা শুনে ইসাবেল বেশ খুশি হয়।
- আর এরপর সে আবার শুয়ে পরে।
- কিন্তু মাঝ রাতেই হটাৎ করেই ইসাবেলের ঘুম ভেঙ্গে যায়। আর যখন ইসাবেল তার বিছানায় সেই মেয়েটির আত্মাকে শুয়ে থাকতে দেখে! তখন ইসাবেল চিৎকার করে ওঠে... কিন্তু সেই মেয়েটির আত্মাও তার শরীরে প্রবেশ করে ফেলে...
- সাবেলের চিৎকারের আওয়াজে রাজা সেখানে চলে আসে। রাজা ইসাবেলকে অদ্ভুত ভাবে শুয়ে থাকতে দেখে তার কাছে যায়, -
- কিন্তু হঠাৎ করেই ইসাবেলের মধ্যে থাকা সেই আত্মা রাজার ওপর হামলা করে! আর এতে রাজা জ্ঞান হারিয়ে ফেলে!!
- তখন সেখানে ইনগ্রিদ ও তাদের বাড়ির কাজের লোক এসে পরে.. আর সেই কাজের লোক বিভিন্ন মন্ত্রপাঠের মাধ্যমে, ইসাবেলের শরীর থেকে সেই আত্মাকে বের করে।।।
- পরদিন রাজা ইসাবেলকে গতকাল রাতের কথা জিগ্যেস করে।
- রাজা তাকে গতকাল রাতের কথা বলতে বলে।
- তখন ইসাবেল রাজাকে একটি মেয়ের কথা বলে, যার বেশ বড়ো লম্বা চুল ছিল।
- ইসাবেল রাজাকে এও বলে, যে সেই মেয়েটি খুব বাজে ভাবে আঘাত প্রাপ্ত অবস্থায় পরে ছিল।
- ইসাবেলের কথা শোনার পর রাজা তাকে রেস্ট নিতে বলে বেরিয়ে যায়।
- পরদিন ইসাবেল যখন হাসপাতালে তার ক্লাস করতে যায়, তখন ইসাবেল হাসপাতালে আবার সেই মেয়েটির আত্মাকে দেখতে পায়।
- এখন ইসাবেল অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখতে শুরু করে।
- যখন মেয়েটি ডেড বডি ইসাবেলের সামনে থাকে, তখন মেয়েটির ডেড বডি যেন জীবন ফিরে পায়! সেই মেয়েটির ডেড বডি ইসাবেলের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে..
- আর এরকম ভয়ানক দৃশ্য দেখে ইসাবেল খুব ভয় পেয়ে যায়।
- ইসাবেল এসব দেখে দুরে থাকার জন্য হঠাৎ করে ওয়াশরুমে চলে আসে।
- কিন্তু ইসাবেল ওয়াশরুমে আসার পর হঠাৎ করেই, ওয়াশরুমের লাইট নিজে নিজেই অন-অফ হতে শুরু করে..
- এটা দেখে ইসাবেল ভীষন ঘাবড়ে যায়!
- আর এরপর হঠাৎ করেই ইসাবেলের পেটে ব্যথা করতে শুরু করে। যখন ইসাবেল তার পেটে হাত দেয়, তখন ইসাবেল তার পেট থেকে রক্ত বেরোতে দেখে!
- আর এটা দেখে ইসাবেল দৌড়ে অন্য এক ডাক্তারের কাছে যায়। ইসাবেল ডাক্তার কে তার পেট থেকে রক্ত বেরোনোর কথা বলে!
- কিন্তু যখন সেই ডাক্তার ইসাবেলের পেট দেখে, তখন ইসাবেলের পেট পুরোপুরি ঠিক হয়ে যায়।
- আর এসব দেখে আবারও ইসাবেলের মাথা ঘুরে যায়।
- পরদিন ইসাবেল যখন জগিং করতে বাইরে যায়, তখন সে ব্ল্যাক ড্রেস পরা একটি মেয়েকে দেখতে পায়। ইসাবেল মেয়েটিকে দেখে এটা বুঝতে পারে! যে মেয়েটি তাকে ফলো করছে।
- কিন্তু ইসাবেল এটা তার Hallucination বলে ইগনোর করে চলে আসে।
- পরদিন রাজা ও ইসাবেল ডেট করতে একটি রেস্টুরেন্টে যায়। এখানে ইসাবেল রাজাকে এট জিগ্যেস করে, যে রাজা ইসাবেলকে কেনো পছন্দ করে?
- রাজা এর জবাবে এই কথা বলে, যে ইসাবেল বাকি মেয়েদের থেকে অনেক আলাদা। তাই রাজা ইসাবেলকে পছন্দ করে।
- রাজার এই কথা শুনে ইসাবেল তার ওপর ফিদা হয়ে যায়।
- আর এরপর ইসাবেল সেই মেয়েটির সম্পর্কে বলে, যাকে ইসাবেল সকালে জগিং করার সময় দেখতে পেয়েছিল।
- রাজা ইসাবেল এসব ঘটনা ইগনোর করতে বলে।
- পরদিন যখন ইসাবেল হাসপাতালে থাকে, তখন সেই, যে ব্ল্যাক ড্রেসে ইসাবেলকে ফলো করতো! সেই মেয়েটি ইসাবেলের কাছে আসে।
- আর এখান থেকে সে রাজার সম্পর্কে বলতে শুরু করে।
- সেই মেয়েটি তার নাম দায়া বলে।
- দায়া বলে যে, তার ও রাজার মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু রাজা তাকে অনেক বার বিনা দোষেই মারধর করতো।
- যখন দায়ার অবস্থা তার বন্ধু, "ধারা " জানতে পারে, তখন ধারা - দায়া কে রাজার সাথে সব সম্পর্ক শেষ করে তার সাথে যেতে বলে।
- যখন দায়া ও ধারা গাড়িতে করে যাচ্ছিল, তখন তাদের পেছন থেকে রাজা চলে আসে। আর রাজা ও ধারার মধ্যে ধস্তাধস্তিতে ধারা পাহাড় থেকে নিচে পরে যায়! আর ধারা সেখানেই মারা যায়।
- মেয়েটির ইসাবেলকে এসব বলার কারণ হল- দায়া চায়না যে রাজা ইসাবেলের জীবন নষ্ট করুক। তাই দায়া ইসাবেলকে এসব জানায়।
- অন্যদিকে রাজা ন্যাস ও আমলার কাছে এই কথা শোনে, যে কোনো একজন মেয়ে ইসাবেলের সাথে দেখা করতে হাসপাতালে এসেছে। আর তখন রাজার মনে সন্দেহ হতে শুরু করে, যে হয়তো সেই মেয়েটি দায়া হবে। তাই রাজা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। হাসপাতালে আসার পর রাজা সত্যিই দায়াকে দেখতে পায়।
- আর এরপর দায়াকে নিয়ে রাজা সেখান থেকে বেরিয়ে যায়।
- যখন রাজা দায়াকে পেছনে বসে বাইক চালাচ্ছিল, তখন হটাৎ করেই, রাজার পেছনে দায়ার বদলে ধারার আত্মা চলে আসে। আর এটা দেখে রাজার বাইক Accident হয়ে যায়।
- এরপর এখানে ইসাবেল ও চলে আসে। কিন্তু রাজা যখন ইসাবেলকে দেখতে পায়, তখন সে ইসাবেলের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে।
- আর এরপরেই ধারার আত্মা ইসাবেলের শরীরের ভেতরে প্রবেশ করে। আর ধারার আত্মা ইসাবেলের শরীর থেকে রাজাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। আর রাজা এভাবে মারা যায়।
- আর তার সাথে ধারা নিজের খুনের বদলা নেয়।
- আর এরপর ইসাবেল ও দায়া সবাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসে।
- আর এর সাথেই এই সিনেমা টির এখানেই সমাপ্তি ঘটে।।।
Written By - Ajit
একটি মন্তব্য পোস্ট করুন