Shawshank - সিনেমার পুরো গল্পটির বাংলা অনুবাদ || বাংলায় Shawshak সিনেমার পুরো গল্পটা পড়ুন খুব সহজেই || Bangla Story || বাংলায় হলিউড সিনেমার গল্প।
Bangla short stories
SHAWSHANK হলিউডের একটি বিখ্যাত সিনেমা। এর IMDB রেটিং হল 9.3! আপনার একবার হলেও এই সিনেমাটি দেখা দরকার। এই সিনেমার প্রধান গল্প তৈরী হয়েছে অ্যান্ডি ডিউফ্রিন, এলিস এবং নর্টান নামের তিনজন ব্যক্তিকে ঘিরে। আমি আজকে SHAWSHANK মুভির গল্পটা যতটা সম্ভব ততটা কম শব্দের মধ্যে বোঝানোর চেষ্টা করবো। আর আশা করবো যে আপনি SHAWSHANK সিনেমার গল্পটা বুঝতে পারবেন।। আমি আগেই বলে রাখছি যে - আমি খুবই সংক্ষিপ্তাকারে এই সিনেমার গল্পটা লেখার চেষ্টা করবো। তাই আমি অনেক কিছুই এখান থেকে বাদ দিয়ে লিখছি.. তাই আপনার যদি মনেহয় যে আমি কিছু না বলেই কাহিনী সম্পূর্ণ করেছি! তাহলে সেটা আপনার মতো করে দেখে নেবেন।। আমি আমার মতো করে বলার চেষ্টা করছি।। তাই আমার পক্ষে প্রতিটা মুহুর্তের বিষয়ে বলা সম্ভব নয়!! আমি সেটুকুই বলছি যেটুকু মুল গল্পটার মধ্যে রয়েছে।।
----🔥🔥🔥🔥SHAWSHANK🔥🔥🔥🔥------- যেমনটি আমি প্রথমেই বলছিলাম যে এই গল্পটার প্রধান চরিএ হল অ্যান্ডি ডিউফ্রিন। অ্যান্ডি ডিউফ্রিন পেশায় একজন ব্যাঙ্কের Vice President হিসেবে কাজ করে। অ্যান্ডি ডিউফ্রিন অল্প বয়সেই অনেক উন্নতি লাভ করে। যার জন্য সে তার পরিবারের সাথে সুখেই ছিল। কিন্তু হটাৎ করেই তার ওপর এই অভিযোগ ওঠে যে - অ্যান্ডি ডিউফ্রিন তার স্ত্রী ও তার প্রেমিককে খুন করেছে... আর যখন অ্যান্ডি ডিউফ্রিনকে আদালতে পেশ করা হয়, তখন সমস্ত প্রমান তার বিরুদ্ধে হওয়ায় তাকে দোষী হিসেবে ঘোষণা করা হয়।। আর তার শাস্তির জন্য তাকে SHAKWSHANK নামক একটি জেলে পাঠানো হয়।।
SHAWSHANK এমন একটি জেল, যেখান থেকে পালানো খুবই কঠিন। Shawshank জেলে এমন কিছু কয়েদি আছে যারা এখানে 30 বছর বা 20 বছরের বেশী সময় ধরে শাস্তি ভোগ করছে।। কেউ কেউ এখানে তাদের সারাজীবন পার করে দিয়েছে! কিন্তু এখান থেকে পালাতে পারেনি।।
যখন অ্যান্ডি ডিউফ্রিনকে এখানে পাঠানো হয়, তখন অ্যান্ডি সবসময়ই চুপচাপ থাকতো। সে কারোর সাথেই কথা বলতো না।। কিন্তু একদিন সে এলিস নামের একজনের সাথে কথা বলতে এগিয়ে আসে। যারা এখানে 20 বা 30 বছরের বেশি সময় ধরে জেল খাটছে, তাদের মধ্যে এলিস হল একজন।। এলিস এখানে 20 বছরের বেশী সময় ধরে জেল খাটছে! তাই এলিসের জেলের মধ্যে একটু চেনা পরিচয় আছে। সবাই এলিসকে রেড বলে ডাকে।। রেড এখানে বিভিন্ন লোকের কাজ করে দেয়।। রেডের কাজ হল জেলের কয়েদিদের টাকা নিয়ে, বাইরে থেকে তাদের প্রয়জনীয় জিনিস এনে দেওয়া।। জেলের অন্য কেউ হয়তো এটা করতে পারতো না! কিন্তু এলিস সেট করতে পারে।। এলিস যে বাইরে থেকে জেলের ভেতরের কয়েদিদের জিনিসপত্র এনে দেয়, সেটা অ্যান্ডি জানতে পারে.. আর তাই অ্যান্ডি এলিসের কাছে আসে।। অ্যান্ডি এলিসকে বলে যে - তার একটি ছোট হাতুড়ি চাই! তার সাথে একটি হিরোয়িনের পোস্টার।। এলিস অ্যান্ডির কথা শুনে তাকে বলে যে সে এই হাতুড়ি দিয়ে কি করবে? তখন অ্যান্ডি তাকে বলে যে - সে আগে পাথর খোঁজার কাজ করতো।। কিন্তু মাঝখানে তা বাদ দিয়েছিল.. কিন্তু এখন জেলে আসার পর আবার সেই কাজ করতে চায়।। এলিস তাকে এটা জানিয়ে দেয় যে - জেলে হাতুড়ি নিয়ে আসলে তার অসুবিধা হতে পারে! জেলের ওয়ার্ডেন সেই হাতুড়ি দেখতে পেলে তা রাখার অনুমতি দেবে না! কিন্তু অ্যান্ডি যদি এলিসকে 10 ডলার বেশি দেয় তাহলে এলিস তাকে একটা ছোট্ট হাতুরি এনে দিতে পারবে।। অ্যান্ডি এলিসের কথায় রাজি হয়ে যায়।। আর এরপর এলিসকে তার হাতুরি ও পোস্টার আনার জন্য টাকা দিয়ে দেয়।।। যখন এলিস - অ্যান্ডির জন্য সেই হাতুরি নিয়ে আসে, তখন এলিস সেই হাতুরি আকার দেখে হাসতে শুরু করে। আর মনে মনে ভাবতে থাকে যে,- যদি অ্যান্ডি এই হাতুরি দিয়ে সুরঙ্গ বানিয়ে পালানোর চেষ্টা করে! তাহলে তার সুরঙ্গ বানাতেই 600 বছর লেগে যাবে।। কারণ এতো ছোট্ট হাতুরি দিয়ে সুরঙ্গ বানানো কখনোই সম্ভব না।। আর একারণেই এলিস অ্যান্ডির সেই হাতুরি ও একজন হিরোয়িনের পোস্টার তাকে দিয়ে দেয়।। যখন অ্যান্ডির হাতে সেই পোস্টার ও হাতুরি পৌঁছে যায়, তখন অ্যান্ডি সেই পোস্টার টাকে নিজের সেলের দেয়ালের মধ্যে ঝুলিয়ে রাখে।। আর সেই ছোট্ট হাতুরি টাকে নিজের কাছে লুকিয়ে রাখে।।
কিছুদিন পর জেলের ওয়ার্ডান, জেলের ছাদ মেরামতের কাজের জন্য 12 জন কয়েদিদের বেছে নেয়। আর এই 12 জন কয়েকদিদের মধ্যে অ্যান্ডির সাথে সাথে এলিস! ও তার বাকি 10 জন কয়েদি রাও থাকে।। যখন অ্যান্ডি ও এলিসের সাথে সাথে সেই 10 জন কয়েদি কাজ করতে থাকে, তখনই সেখানে একজন পুলিশ তার কিছু ব্যাঙ্ক সংক্রান্ত পার্সোনাল প্রবলেম নিয়ে কথা বলতে শুরু করে।। যখন অ্যান্ডি এসব শুনতে পায় তখন সে - সেই পুলিশম্যানকে কিছু কথা বলে। যেটা সেই পুলিশের কাজে লাগার মত কথা ছিল।। যখন সেই পুলিশটি অ্যান্ডির কথা শোনে, তখন সেই পুলিশ অ্যান্ডির ওপর খুব খুসি হয়ে যায়। কারণ অ্যান্ডি তার অনেক উপকার করেছে। আর অ্যান্ডির এই উপকারের বদলে সেই পুলিশ তার বাকি 11 জন বন্ধুকে 3 টি করে বিয়ারের বোতল উপহার করে।।। আর এভাবে সেদিন অ্যান্ডির সাথে সাথে বাকি 11 জনের দিনটাও ভালো কাটে।। আর এভাবেই আসতে আসতে এই জেলের অ্যান্ডি ও এলিসের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে।। আর এরা দুজন একসাথে তাদের সময় কাটাতে শুরু করে।।।
- একদিন জেলের মধ্যে Shawshank জেলের সবচাইতে তীক্ষ্ণ বুদ্ধিমান গার্ড এসে হাজির হয়।। - সেই গার্ডের জেলে আসার কারণ হল, সেই পুলিশম্যান! - যাকে অ্যান্ডি সাহায্য করেছিল, সেই পুলিশম্যান তাকে অ্যান্ডি বিষয়ে অনেক কথা বলে। - আর সেই পুলিশম্যান তাকে এটাও বলে যে - অ্যান্ডি খুবই বুদ্ধিমান!! তার সাথে যথেষ্ট ভালো ও কাজের মানুষ।। - আর এসব কথা শুনেই সেই গার্ড অ্যান্ডির সেলের তল্লাশি করার জন্য জেলে চলে আসে।। - জেলে আসার পর সে, জেলের ওয়ার্ডান নর্টানকেও তার সাথে অ্যান্ডির সেলের ভেতরে নিয়ে যায়।। - এখানে আসার পর সেই গার্ড ও নর্টান তেমন কিছুই খুজে পায়না।। - কিছু নর্টান অ্যান্ডির হাতে একটি বাইবেল দেখতে পায়।। - নর্টান অ্যান্ডির হাত থেকে সেই বাইবেল টি নেয়।।। আর তারপর অ্যান্ডিকে বাইবেলের সম্পর্কে কিছু বলতে বলে।। - এখানে একটা কথা আপনাদের বলে দেই যে এই সিনেমায় নর্টান খুবই বাইবেল প্রেমি মানুষ! আর অ্যান্ডি সেটা ভালো করেই জানতো।। তাই অ্যান্ডি নর্টানের সামনে বাইবেল নিয়ে দাঁড়িয়ে ছিল।। - যখন সেই গার্ড অ্যান্ডির জেলে সেই হিরোয়িনের পোস্টার দেখে, তখন নর্টান বা,সেই গার্ড কেউই তার ওপর অতটা নজর দেয়না।। - আর অ্যান্ডির জেলে সেরকম সন্দেহ জনক কিছু না পাওয়ায় তারা সেখান থেকে চলে যায়।। - কিন্তু যাওয়ার আগে নর্টান অ্যান্ডিকে বাইবেল সম্পর্কে একটি কথা বলে যায়।। - কথাটি হল - বাইবেলের মুক্তির পথ আছে!!! আপনি ওপরের কথাটি মনে রাখুন।। একটু পরেই এই কাহিনির শেষে এর মানে বুঝতে পারবেন।।
জেলে কিছু সময় কাটানোর পর - নর্টানের মনে হয় যে - অ্যান্ডি সত্যি কাজের লোক।। তাই নর্টান একদিন অ্যান্ডিকে ডেকে বলে যে - তুমি কি Laundry এর কাজ করবে? অ্যান্ডি এতে না করে দেয়।। কিন্তু নর্টান এরপর তাকে Library তে কাজ দিয়ে দেয়।। আর এরপর অ্যান্ডির কাজ বাড়তেই থাকে।। জেলের সবাই জানতো যে ব্যাঙ্কের কাজ করতো।। তাই এখন জেলের মধ্যে সমস্ত অফিসাররা তার কাছেই ITR ভরাতে আসতো।। আর এভাবে দিনের পর দিন অ্যান্ডির কাজ বেড়েই যাচ্ছিল।। যখন অ্যান্ডি এসব কাজ করছিল তখন নর্টান জেলের কয়েদিদের দিয়ে বিভিন্ন কন্সট্রাকশনের কাজ করাতো।। আর এসব কাজের জন্য সে অনেক টাকা ইনকাম করছিল।। কিন্তু নর্টান জানে যে - যদি সরকার কখনো তার এই টাকার সম্পর্কে জানতে পারে, তাহলে তার শাস্তি হতে পারে!! আর এই কারণেই নর্টান অ্যান্ডিকে তার টাকা সামলানোর দায়িত্ব দেয়।। অ্যান্ডি নর্টানকে তার সমস্ত টাকা এমন এক ব্যক্তির নামে রাখতে বলে যার এই দুনিয়ায় কোনো অস্তিত্ব নেই!! মানে একজন নকল মানুষের নামে।।। যাতে যদি সরকার নর্টানের সেই টাকার সম্পর্কে জানতেও পারে, তাহলে পুলিশ এমন একজনের খোজ করবে যে এই পৃথিবীতেই নেই।। আর এভাবে নর্টান মাঝখান থেকে বেচে যাবে।। অ্যান্ডির এই প্ল্যানে নর্টান রাজি হয়ে যায়।। আর এরপর নর্টান তার সমস্ত কালো টাকা রেন্ডেল স্টিভান নামের একজন ভুয়ো ব্যক্তির নামে ব্যাঙ্কে রেখে দেয়।। এখানে রেন্ডেল স্টিভেন নামে যেই ব্যক্তিকে বানানো হয়, আসলে তার সমস্ত ডকুমেন্টে অ্যান্ডির সই থাকে।। কারণ রেন্ডেল নামের কোনো ব্যক্তিই নেই!তাই অ্যান্ডিকেই সমস্ত সই করতে হয়।। আর এরকম ভাবে কাজ করার পর - নর্টান তার সমস্ত কালো টাকা রেন্ডেল নামের সেই ভুয়ো ব্যক্তির নামে করে দেয়।।
এভাবে আরও কিছু সময় যাওয়ার পর এই জেলে একজন নতুন কয়েদি আসে যার নাম টমি উইলিয়াম। টমি উইলিয়াম এখানে আসার পর থেকেই অ্যান্ডির সম্পর্কে শুনে অনেক প্রভাবিত হয়ে পরে। টমি সবসময়ই অ্যান্ডির সাথে থাকতে চায়তো।। টমি অ্যান্ডির কাজ ও তার সম্পর্কে অনেকের কাছে অনেক কিছু শুনেছে.. কিন্তু টমি এটা বুঝতে পারছিল না যে অ্যান্ডির মত একজন ভালো মানুষ জেলে বন্দি কেন।। তাই একদিন টমি অ্যান্ডি কাছে তার জেলে থাকার কারণ জানতে চায়।। তখন অ্যান্ডি তাকে তার জেলে থাকার কারণটা বলে।। যে অ্যান্ডি তার স্ত্রী ও তার প্রেমিককে খুন করেছিল।।
কিন্তু টমি যখন অ্যান্ডির এসব ঘটনা শোনে তখন টমির একটা ঘটনা মনে পরে যায়, যেটা সে এর আগের জেলে থাকতে শুনেছিল। ঘটনা টা ছিল এই যে- টমির চেনা একটি চোর একটি বড়ো বাড়িতে চুরি করতে গিয়েছিল..আর যখন সেই বাড়ির দুজন সেই চোরকে দেখে ফেলে!! তখন সেই চোর সেই বাড়ির দুজনকে খুন করে! কিন্তু সেই খুনের দায়ে সেই চোরের বদলে বাড়ির মালিককে জেলে পাঠানো হয়েছিল।। আর এই ঘটনা মনে পরে যাওয়ার পর টমি এসব অ্যান্ডি ও বাকি সবাইকে বলে।। টমির কথা শুনে সবাই এটা বিশ্বাস করে ফেলে যে অ্যান্ডি নির্দোষ।। কিন্তু অ্যান্ডি ও টমির কথায় নর্টান বিশ্বাস করে না!! আর এই নিয়ে অ্যান্ডি আর নর্টানের মধ্যে ঝগড়া হয়ে যায়।। আর এরপর নর্টান অ্যান্ডিকে কাল কোটরিতে বন্ধ করে দেয়।। আর অন্যদিকে নর্টান টমি উইলিয়ামকেও মেরে ফেলে।। অ্যান্ডিকে 1 মাস কাল কোটরিতে রাখার পর তাকে আবারও জোড় করে কাজ করানো হয়।। কাজের মধ্যে অ্যান্ডি একদিল এলিসকে তার কিছু কথা বলে। অ্যান্ডি এলিসকে বলে যে -যদি এলিস কখনো এখান থেকে বেরোতে পারে, তাহলে সে যেন বাকস্টানের একটি মাঠে একটি জায়গায় কিছু রাখা আছে।। যদি তুমি সেখানে যেতে পারো তাহলে সেটা খুজে নেওয়ার চেষ্টা করো। পরদিন নর্টান অ্যান্ডির কাছে আসে। আর সে অ্যান্ডিকে বলে যে - এতদিনের সমস্ত কাগজপত্র সামলে রেখো।। আর আমার কোট ও জুতো পরিস্কার করে রেখো।। আর এই বলে নর্টান সেখান থেকে চলে যায়।। আমি আপনাদের এতক্ষণে যেটুকু বলেছি! তা খুবই সংক্ষিপ্তাকারে বলেছি।। তাই শেষের দিকটাও সংক্ষেপেই বলছি।। সেদিন নর্টান চলে যাওয়ার পর, অ্যান্ডি নর্টানের কাগজপত্র রেখে তার সেলের মধ্যে চলে আসে। পরদিন যখন সকাল হয়, তখন দেখা যায় যে অ্যান্ডি তার সেলের মধ্যে নেই!! সে পালিয়ে গেছে।। তার পালানোর রাস্তা হল সেই পোস্টার পেছনের সুরঙ্গ!! যেটা সে সেই ছোট্ট হাতুরিটা দিয়ে এই 20 বছরে বানিয়েছে।। আর আজ 20 বছর পর অ্যান্ডি তা দিয়ে পালিয়ে গেছে।। এলিসের মনে হয়েছিল যে সেই হাতুরিটা দিয়ে 600 বছর লেগে যাবে একটা সুরঙ্গ বানাতে।।। কিন্তু অ্যান্ডি সেটা 20 বছরেই বানিয়ে ফেলেছিল।। এরপর অ্যান্ডি জেলে থেকে বেরোনোর পরে, নর্টান যে টাকাটা রেন্ডেল স্টিভেন নামে এক ভুয়ো ব্যক্তির নামে রেখেছিল, সেটা অ্যান্ডি তুলে নেয়।। কারণ রেন্ডেল স্টিভেনের সমস্ত ডকুমেন্টের ওপর তার সিগনেচার ছিল।। আর অ্যান্ডি এটা জেনে বুঝেই করেছিল! যাতে সে পালানোর পর নর্টানের টাকাটা তুলে নিতে পারে।। আর এখন অ্যান্ডি তাই করেছে।। নর্টানের সমস্ত টাকা তুলে নেওয়ার পর অ্যান্ডি আবারও এক নতুন জীবন শুরু করে। আর এভাবেই তার চলতে শুরু করে।। অন্যদিকে Shawshank জেলের মধ্যে সরকারের পক্ষে থেকে এলিসের শাস্তিও মাফ করে দেওয়া হয়।। আর এলিসকে ছেড়ে দেওয়া হয়।। আর এলিস ছাড়া পাওয়ার পর বাকস্টানে গিয়ে অ্যান্ডির বলা সেই কাজটি করে।। যেটা অ্যান্ডি তাকে করতে বলেছিল।। যখন এলিস অ্যান্ডির বলা জায়গায় যায়, সেখানে এলিস একটি চিঠি খুজ পায়, যার মধ্যে একটি ঠিকানা লেখা থাকে।। আর এলিস এরপর সেই ঠিকানায় চলে আসে।। এলিস সেই ঠিকানায় আসার পর অ্যান্ডিকে খুজে পায়.. আর এরপর এই দুই বন্ধু মিলে তাদের এক নতুন জীবনের দিকে এগিয়ে যায়।। আর এভাবেই এই কাহিনীর সমাপ্তি ঘটে।।
একটি মন্তব্য পোস্ট করুন