Papillion - সিনেমার সম্পূর্ণ গল্পটি বাংলাতে পড়ুন || A beautiful  Bangla for you ||



Best Bangla Story
Best Bangla Story 



--------------------DISCLAIMER ---------------
এখানে আমি এই মুভিটির গল্পের কিছু টা বলার চেষ্টা করেছি। আমি এখানে মুভিটিকে কোনো ভাবেই ছোটো বা বড়ো করে দেখানোর চেষ্টা করছি না।
আমি গল্প ট বলে শুধুমাত্র আপনাদের বিনোদন দিতে চাইছি। আমি "" PAPILLION ""  মুভিটির কিছু গুরুত্বপূর্ণ অংশের কথা এখানে লিখেছি। আপনারা চাইলে সম্পুর্ন মুভিটি দেখে নিতে পারেন।




- প্যাপিলিয়ন, এমন একটি মুভি যেখানে আমরা দেখতে পাই এমন একজন মানুষের জীবনের কিছু ঘটনা। যা তার জীবনের সব সুখ- শেষ করে দেয়।
2017 তে এই  মুভিটির প্রধান চরিত্র হলেন প্যাপিলিয়ন, যিনি প্যারিজিয়ন আন্ডার ওয়াল্ড সদস্য। প্যাপিলিয়নের কাছে এমন ক্ষমতা এবং বুদ্ধি থাকে যার সাহায্য সে যেকোনো লকারের তালা বা লক খুলতে পারেন। প্যাপিলিয়ন তার এই বুদ্ধি এবং ক্ষমতাকে কাজে লাগিয়ে একটি লকার খোলে, এবং সেখান থেকে সব হিরে বের করে নেয়। এরপর সেই হিরে গুলো দিতে তার বসে্র কাছে যায়, কেননা এটাই তার কাজ ছিল। এবং এখান থেকেই প্যাপিলিয়ন তার কমিশন টা পেত।
কিন্তু এখানে যাওয়ার পর প্যাপিলিয়ন দেখে যে তার মালিক একজনকে আটকে রেখেছে এবং তার ওপর অত্যাচার চলছে। প্যাপিলিয়ন এখানে সেই অত্যাচারিত লোকটির জন্য কিছুই বলেনা। কারণ তিনি জানেন এই ব্যাপারে তার মুখ না খোলাই ভালো। এবং প্যাপিলিয়ন সেখানে তার বস্ কে কয়েকটি হিরে দিয়ে বেরিয়ে যায়।
প্যাপিলিয়ন এবং তার প্রেমিকা বার বার করে বলতে থাকে যে সে খুন করেনি! কিন্তু পুলিশ তাদের কোনো কথা শোনেনা, এবং প্যাপিলিয়নের জেলের জীবনের অধ্যায় শুরু হয়।
এই জেলে আরও দুজন ব্যক্তি থাকে যারা হলেন
"লুইস ডেগা"" এবং জুলোট।
এখানে জুলোট প্যাপিলিয়ন কে জিজ্ঞেস করে যে তার কাছে কি টাকা আছে?
এই কথার উওরে প্যাপিলিয়ন বলে যে না!  আমার কাছে টাকা নেই,!! তখন  জুলোট প্যাপিলিয়ন কে বলে ভাই যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তুমি এখান থেকে বেরোনোর কথা ভুলে যেতে পারো।
- কিন্তু জুলোট প্যাপিলিয়নকে ডেগার বিষয়ে বলে, যে ডেগা একজন কোটিপতি, তার কাছে অনেক টাকা আছে -, যদি সে ডেগার কাছে সাহায্য চায় তাহলে হয়তো সে সাহায্য করতে পারে। এবং তারা জেল থেকে  মুক্তি পেতে পারে।
- এরপরের দিন জেলের সমস্ত কয়েদীদের জাহাজে করে ডেভিলস্ আইল্যান্ড এ পাঠানো হতে থাকে।
- ডেভিলস্ আইল্যান্ড এ যাওয়ার সময় জাহাজে প্যাপিলিয় ডেগার সাথে কথা বলে,  প্যাপিলিয়ন ডেগাকে এটা বলে যে জাহাজের অনেকেই জানে যে তোমার কাছে অনেক টাকা আছে! এবং এই টাকার জন্য যে কেউ তোমাকে মেরে ফেলতে পারে,
- তাই আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি তোমাকে তাদের থেকে বাচাতে পারি, কিন্তু তার বদলে তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করবে।
- কিন্তু ডেগা প্যাপিলিয়নের কথায় রাজি হয়না। সে বলে আমি তোমাকে টাকা দেওয়ার ভালো হবে আমি গার্ডদের টাকা দেব, আর তারাই আমাকে রক্ষা করবে। 
- এরপরের সকালে ডেগা প্যাপিলিয়নের কাছে যায়, এবং ডেগা প্যাপিলিয়নকে বলে সে তার সর্তে রাজি, ডেগা প্যাপিলিয়নে বলে যে এখান থেকে বেরোতে তোমার যত টাকা লাগবে সেই সব টাকা ডেগা তাকে দেবে, কিন্তু তার বদলে তাকে ডেগাকে রক্ষা করতে হবে। কেননা ডেগা বুঝে গিয়েছিল যে এখানকার মানুষ মোটেই সুবিধার নয়। তারা টাকার জন্য যে কাউকে খুন করতে পারে।
- প্যাপিলিয়ন ডেগাকে প্রশ্ন করে যে তুমি আমার সাথে পালাতে চাওনা কেন?
- এই প্রশ্নের উওরে ডেগা প্যাপিলিয়নকে বলে যে সে এখান থেকে পালাতে চায়না!কারন বাইরে তার বউ তার বেরোনোর ব্যবস্থা করছে।
- এরপর সেই রাতে সেই মানুষটি আসে এবং ডেগাকে খুন করার চেষ্টা করে, কারন সে জানে যে ডেগার কাছে অনেক টাকা আছে। কিন্তু এইবার প্যাপিলিয়ন ডেগাকে বাচিয়ে নেয়।
এরপর সব নতুন কয়েদীদের ওয়ারডান এই কথা বলে যে আমি জানি তোমরা সবাই এখন এখান থেকে পালানোর কথা ভাবছো। কিন্তু সে কথা ভাবা তোমাদের ভুল হবে! কারন যদি কাউকে পালানো সময় দেখা হয় তাহলে তাকে গুলি করে মারা হবে, এবং যদি ধরে ফেলা হয় তাহলে তাকে 2 বছরের জন্য সলিটরিতে রাখা হবে। এবং তোমরা যদি দ্বিতীয় বার পালাতে চেষ্টা করো তাহলে তোমাদের 5 বছরের জন্য সলিটরিতে রাখা হবে।
প্যাপিলিয়ন লোকটিকে বলে যে সে কি তাকে পালাতে সাহায্য করবে কিনা?
প্যাপিলিয়ন বলে আমি তোমাকে 2000 ডলার দিতে পারি,! কিন্তু লোকটি তাতে রাজি হয়না, তখন প্যাপিলিয়ন তাকে বলে আমি তোমাকে 4000 ডলার দেবো কিন্তু তোমায় আমাকে সাহায্য করতে হবে। কিন্তু লোকটি বলে আমাকে 5000 ডলার দিলে তবেই আমি তোমাকে সাহায্যে করতে পারবো।
এই শর্তে প্যাপিলিয়ন রাজি হয়ে যায়, কিন্তু প্যাপিলিয়ন জানত না যে লোকটি পুলিশের সাথে যুক্ত আছে। আসলে এটাও তাদের প্ল্যান।
এরপর দেখা যায় যে জুলোট নামের সেই ছেলেটিকে, যাকে পুলিশ সাস্তি দেয়, এবং তাকে মেরে ফেলা হয়। এবং জুলোটের লাশটি প্যাপিলিয়ন এবং ডেগাকে জঙ্গলে ফেলে আসার কাজ দেওয়া হয়। এবং এই সময় প্যাপিলিয়ন সুযোগ বুঝে নদীতে ঝাপ দিয়ে সেই লোকটির কাছে যায়, যাকে সে 5000 হাজার ডলারের বদলে পালাতে সাহায্যর কথা বলেছিল। প্যাপিলিয়ন লোকটির কাছে বলে তুমি আমাকে এখান থেকে নিয়ে চল। কিন্তু এখানে  লোকটি বলে আগে আমাকে আমার টাকা দাও। কিন্তু এরমধ্যেই কয়েকজন গার্ড সেখানে চলে আসে। আসলে এটা  একটা ফাদ ছিল, যেখানে প্যাপিলিয়ন পা দিয়ে দেয়, এবং প্যাপিলিয়নকে 2 বছরের জন্য সেন্ট জোসেফ আইল্যান্ডে পাঠানো হয়।
- হাসপাতালে ডেগা আসে এবং প্যাপিলিয়নের কাছে তার অবস্থার জন্য ক্ষমা চায়। ডেগা বলে যে তার স্ত্রী অন্য কারোর সাথে বিয়ে করে নিয়েছে, তাই সে এবার এখান থেকে পালাতে চায়।
- এরপর প্যাপিলিয়ন এবং ডেগার সাথে আরও দুজন ব্যক্তি তাদের সাথে পালানোর জন্য তৈরী হয়।
- এরপর তারা এক বৃষ্টির রাতে পুলিশের নজর ফাকি দিয়ে ডেগার টাকায় কেনা বোডে করে সমুদে পাড়ি দেয়। এখানে সমুদে তাদের চারজনের ওজনে বোড এগোচ্ছিল না তাই একজন ডেগাকে মেরে ফেলতে চায়! কিন্তু প্যাপিলিয়ন তাকে রক্ষা করে এবং ডেগা সেই ব্যক্তি কে মেরে সমুদ্রে ফেলে দেয়।
- এরপর সামুদ্রিক ঝড়ে তাদের বোড খুব বাজে ভাবে ফেসে যায়, এবং সকালে যখন তাদের চোখ খোলে তখন তারা দেখতে পায় তারা সবাই কলম্বিয়ার একট কনভেন্ট এ আছে, যেখানে কয়েকজন নান ছিল। প্যাপিলিয়ন এবং তার সাথীরা জানতোই না যে এই নান রাও পুলিশের সাথে যুক্ত। এবং তারা আবারও ধরা পড়ে যায়। এবং প্যাপিলিয়নকে আবার 5 বছরের জন্য সেই কারাগারে পাঠানো হয়।


- এখানে প্যাপিলিয়ন ডেগাকে দেখতে পায়, কিন্তু ডেগা আর এখান থেকে পালাতে চায়না। কারণ তার কাছে এখন এই জায়গাটাই নিজস্ব হয়ে গেছে। কিন্তু প্যাপিলিয়ন এখনোও এখান থেকে পালাতে চায়,
- এরপর প্যাপিলিয়ন এবং ডেগা নারকেল দিয়ে তৈরী  একটি রাফ্ট বানায়। এবং তারা দুজনে কোনো রকমে সেখান থেকে সেই রাফ্টটি সমুদ্রের কাছে নিয়ে আসে, এবং প্যাপিলিয়ন এবং ডেগা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এবং প্যাপিলিয়ন তার নারকেলের তৈরী রাফ্টে করে পালানোর জন্য বেরিয়ে পরে। এবং এইবার সে পালাতে সক্ষম হয়।
- এরপর প্যাপিলিয়নকে দেখানো হয় একজন এডিটরের কাছে যেখানে সে তার জীবনের লেখা কিছু নোট তার হাতে দেয়। প্যাপিলিয়নের বইটা ছাপা হয়। এবং এটি প্রায় 31 সপ্তাহ ধরে ফ্রান্সের বেস্ট সেলিং  বুক হিসেবে পরিচিতি লাভ করে।
- এরপর 1970 এ ফ্রান্স সরকার তাকে ফ্রান্সে আসার অনুমতি দেয়। এবং এভাবেই এই মুভির সমাপ্তি ঘটে।
তো বন্ধুরা এই ছিল প্যাপিলিয়ন মুভির কিছু টা গল্প। আমি পুরোটা বললাম না । গল্পের আমি কিছু অংশই বাদ দিয়েছি। যদি আপনার গল্পটা ভালো লাগে তাহলে আপনি অবশ্যই মুভিটা দেখতে পারেন। আশাকরি আপনার অবশ্যই ভালো লাগবে।
এখানে আমাদের একজন মেয়েকে দেখানো হয়, আসলে এই মেয়েটি প্যাপিলিয়নের প্রেমিকা। এই মেয়েটি প্যাপিলিয়নকে বিয়ে করার কথা বলে। কিন্তু প্যাপিলিয়ন তাকে বলে যে আমার কাছে বিয়ে করার মত বা জীবন কাটানোর মত টাকা নেই! আমার কিছু সময় চাই যাতে আমি আমাদের জীবনের জন্য আরও কিছু টাকা জোগাড় করতে পারি। এরপরে আমরা দেখতে পাই সকালের একটি সিন যেখানে প্যাপিলিয়ন এবং তার প্রেমিকা একি বিছানায় থাকে। আর তখনই সেখানে পুলিশ মামাদের এনট্রি হতে দেখা যায়। পুলিশ প্যাপিলিয়নকে বলে ভাই তুমি আমাদের সাথে চল, কারণ তুমি একজনকের খুন করে দিয়েছো। এবং এখন তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। আসলে পুলিশ প্যাপিলিয়ন সেই ব্যক্তিটির খুনের অভিযোগে গ্রেফতার করে যাকে প্যাপিলিয়নের মালিক এর আগের রাতে আটকে রেখে অত্যাচার করছিল।
এরপরের সিনে প্যাপিলিয়নের প্রেমিকা তার সাথে জেলে দেখা করতে আসে, এখানে প্যাপিলিয়ন তার প্রেমিকাকে এটা বলে যে তুমি আমাকে ভুলে যাও। কেননা সে জানেনা সে এখান থেকে আদতেও বেরোতে পারবে কিনা।
- এরপর সেই রাতেই একজন ডেগার পাশে শুয়ে থাকা একটি ছেলেকে খুন করে দেয় কারণ সেই ছেলেটির কাছে কিছু টাকা ছিল।
এরপরের সিনে দেখানো হয় জুলোট নামের সেই ছেলেটি চালাকি করে নিজের পা কেটে নেয়, যাতে তাকে গার্ড হাসপাতালে নিয়ে যায়, এবং সেখান থেকে সে পালাতে পারে।
এরপর জেলের সমস্ত কয়েদি দের একজায়গায় কাজ করতে দেখা যায়। এখানে একজন লোককে দেখা যায় যার কাছে বোড আছে, এবং তাকে টাকা দিলে সে এখান থেকে পালাতে সাহায্য করবে।
সেই রাতেই ডেগা প্যাপিলিয়নকে বলে যে সেও তার সাথে পালাতে চায়। কারন তাকে আরও কয়েক বার  খুন করার চেষ্টা করা হয়েছিল। সে বলে যতদিনে তার স্ত্রী তার বেরোনোর ব্যবস্থা করবে ততোদিনে এখানে তাকে মেরে ফেলবে।
- এখান প্যাপিলিয়নের অবস্থা দিনের  পর দিন খারাপ হতে থাকে, কারন এখানে খাবারের মধ্যে শুধুমাত্র ডালের স্যুপ দেওয়া হত। কিন্তু কিছুদিন পর ডেগা গার্ডকে ঘুষ দিয়ে  তার জন্য একটা করে নারকেলের অংশ তাকে চুপি চুপি পাঠাতে থাকে। কিন্তু সেটাও ওয়ারডেন দেখে ফেলে এবং এই কাজের জন্য প্যাপিলিয়নের খাবার আরও কম করে দেওয়া হয়। এবং তার ফলে প্যাপিলিয়নের অবস্থা আরও খারাপ হয়ে পরে, এবং এই অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- এখানে 5 বছর কাটানোর পর প্যাপিলিয়নকে আবার তাকে ডেভিলস্ আইল্যান্ড উইথ হাই ক্লিপস্ নামক স্থানে পাঠানো হয়।


Post a Comment

أحدث أقدم