Best Websites For Copyright Free HD Wallpapers & Background Images ||
Copyright free images || Best websites for copyright free images |
তো বন্ধুরা এর আগের ব্লগ পোস্টে আমি আপনাদের কিছু ওয়েবসাইটের বিষয়ে বলেছিলাম। যেসকল ওয়েবসাইট থেকে বড়ো বড়ো Photo Editor রা তাদের Photo Editing এর জন্য Background Image নিয়ে থাকে। এবং সেই সকল Background Image Totally ফ্রি হয়ে থাকে। এর জন্য তাদের কোনো টাকা পয়সা দিতে হয় না। তো আমি এর আগের ব্লগ পোস্টে যেই তিনটি ওয়েবসাইটের কথা বলেছিলাম। সেখান থেকে আপনিও ফ্রিতে আপনার পছন্দ অনুযায়ী অসংখ্য Background Image Download করতে পারেন।
- কিন্তু আজকে আমি আরও নতুন কিছু ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনারা এর আগের বলা ওয়েবসাইট গুলোর মতোই অসংখ্য Background Image ডাউনলোড করতে পারেন। এসব ওয়েবসাইটের বিষয়ে খুব কম সংখ্যক মানুষই জানেন এবং আজকে আপনারা জানতে চলেছেন।
- এই ওয়েবসাইট গুলি একদম নতুন। এবং এখন এখান থেকেই বড়ো বড়ো Photo Editor রা তাদের ফোটোর জন্য Background Image Select করে। কারণ এই সকল ওয়েবসাইট গুলিতে প্রতিদিন অনেক অনেক নতুন ধরনের HD Background Image আপলোড করা হয়।
- তো চলুন জেনে নেই সেই নতুন কিছু ওয়েবসাইটের কথা।
-No.1 Unsplash.com
Unsplash.com |
- বন্ধুরা আমি আজকে যেই ওয়েবসাইটাকে প্রথমে রেখেছি তার নাম হল Unsplash.com. এই ওয়েবসাইট টা এখন বেশ জনপ্রিয়। এখনকার বেশীর New Photo Editor -রা এখান থেকেই তাদের Background Image ডাউনলোড করে।
- এই ওয়েবসাইটের আরও একটা ভালো দিকে হল এখানে আপনি যত HD Background image দেখতে পাবেন সেই সব ইমেজ হচ্ছে Copyright free image.. এগুলো যদি আপনি আপনার কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও বানাতে ব্যবহার করেন তাহলেও আপনার সেরকম ভয় পাবার সম্ভাবনা থাকে না। এই জন্য অনেক ইউটিউবার রা এই Unsplash.com থেকে তাদের চ্যানেলের ভিডিও এর জন্য Background Image এখান থেকেই ডাউনলোড করে ব্যবহার করেন।
Unsplash.com |
- এই ওয়েবসাইটিতে আসার পর আপনি এখানে সবার প্রথমে আপনার Category অনুযায়ী Background Image Search করার Option পাবেন। এখানে আপনি আপনার পছন্দের Category এর Background Image Search করলে তা পেয়ে যাবেন। এবং তা খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
-2, pixabay.com
pixabay.com |
-
- আমাদের আজকের দ্বিতীয় ওয়েবসাইট টা হল pixabay.com। এটা একটা নতুন ওয়েবসাইট। এখানে প্রতিদিন কোনো না কোনো নতুন Background Image Upload হতে থাকে। এখান থেকে বহু Photo Editor রাই তাদের Photo Editing এর জন্য Background Image ডাউনলোড করে থাকেন। কিন্তু একটা বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে।
pixabay.com |
এই pixabay.com ওয়েবসাইটের সমস্ত Background Image কিন্তু Copyright Free নয়। তাই আপনি যদি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও বানানোর জন্য Background Image নিতে চান তাহলে আপনার সেই ভিডিওতে Copyright Strike আসার চান্স থাকতে পারে। তাই আপনাকে আমি বলবো যে যদি আপনি আপনার ফোটো এডিটিং করার জন্য এই pixabay.com থেকে Background Image নিতে চান তাহলে আপনি নিতে পারেন।
- এই pixabay.com ওয়েবসাইটে আসার পর আপনি আপনার ফোনে এরকম কিছু দেখতে পাবেন।
pixabay.com |
- এখানে আপনি যেকোনো ধরনের Background Image search করতে পারেন। এরপর আপনি আপনার পছন্দের Background Image টি খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
- No. Google.com
Google.com |
- বন্ধুরা আমাদের তিন No. ওয়েবসাইটি হল Google.com। বন্ধুরা অনেক সময় এমন হয় যে আমরা আমাদের প্রিয় ওয়েবসাইট গুলো খুজেও আমাদের মনের মত বা দরকারি Background Image গুলো খুজে পাইনা। তাই আমাদের Google এ যেতে হয়। এখানে আপনি যে কোনো ধরনের HD Background Image পেয়ে যেতে পারেন। আমি জানি যে আপনারা এখন হয়তো ভাবেছেন যে এখান থেকে Background image নিলে কি Copyright এর চক্করে পরতে হতে পারে কিনা।
Google.com |
- তো আমি আপনাকে বলতে চাই যে Google এ সমস্ত ধরনের ইমেজের মধ্যে প্রায় বেশীর ভাগ picture ই Copyright free নয়। আপনার ইচ্ছে থাকলে আপনি এখান থেকে শুধুমাত্র Photo Editing এর জন্য Background Image Select করে ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি যদি গুগলের ইমেজ আপনার ইউটিউবের ভিডিও তে ব্যবহার করেন। তাহলে আপনার সেক্ষেত্রে Copyright strike আসতেই পারে।
Google.com |
- তাই আমার মতে আপনি Background Image নিলেও তা শুধুমাত্র আপনার Photo Editing এর জন্য নিতে পারেন।
-
- No. Pexels.com
Pexels.com |
- বন্ধুরা এর আগের ব্লগ পোস্টেও আমি তোমাদের এই pexels.com ওয়েবসাইটির সম্পর্কে বলেছিলাম। কিন্তু আমি আজকে আবার তোমাদের এই ওয়েবসাইটির সম্পর্কে কিছু বলতে চাই।
- বন্ধুরা আমি এতখন তোমাদের যতোগুলো ওয়েবসাইটের কথা বললাম তার মধ্যে সব চাইতে জনপ্রিয় ওয়েবসাইট হল এই Pexels.com. এখান কার বেশিরভাগ Background Image Copyright free হয়। এছাড়া আপনি এখান থেকে বিভিন্ন ধরনের হাজারো Background Image দেখতে পাবেন। এই Pexels.com ওয়েবসাইটে আপনি বাকি সব ওয়েবসাইটের মতোই বিভিন্ন Category অনুযায়ী অনেক ইমেজ দেখতে পেয়ে যাবেন। এখানে আপনাকে সাইন ইন হতে হবে। যদি আপনি এই ওয়েবসাইটে সাইন ইন না হতে চান তাহলেও আপনি এখান থেকে ইমেজ ব্যবহার করতে পারবেন।।
Pexels.com |
আপনি এখানে আপনার পছন্দের ইমেজ টি খুজে তার ওপর ক্লিক করুন । এরপর আপনার সামনে ডাউনলোড করার option থাকবে। কিন্তু সেখানে ক্লিক করলে আপনাকে সাইন ইন করার জন্য দেখাবে কিন্তু তা আপনার না করলেও চলবে। এরপর আপনার সামনে যদি কোনো রকম কিছু আসে, যেমন আপনি কোনো রোবট কিনা তা প্রুফ করতে বলে তাহলে আপনি যে ক্যাপচা দেখতে পাবেন সেট কমপ্লিট করলেই আপনি আপনার পছন্দের Background Image টি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন।
-
এছাড়া আপনি এই Pixabay এর Android App Google Play Store এ পেয়ে যাবেন। এবং সেটি Install করার পর আপনি সেখান থেকেও আপনার পছন্দের Background Image Download করতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন