Top 5 Best android apps for video editing || Best Apps For Video Editing 

best video editing apps for android



যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আপনি হয়তো ইউটিউব ভিডিও এডিটিং করার জন্য কোন কোন অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করা হয় তা হয়তো জানেন না। বা বড়ো বড়ো ইউটিউবাররা তাদের ভিডিও এডিট করার জন্য কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, যে তাদের ভিডিও এত সুন্দর ভাবে এডিট করা হয়, তা হয়তো আপনি জানেন না। 
আসলে বড়ো এবং ছোট ইউটিউবারদের মধ্যে বেশীর ভাগ ইউটিউবার রাই তাদের ভিডিও  ফোনের মধ্যে এডিটি করেন। আজকাল এমন এমন কিছু অসাধারণ Android Application আছে যা দিয়ে যথেষ্ট ভালো এবং মনের ভিডিও করা যায়।

আজকে আমি আপনাদের কয়েকটি নতুন এবং কয়েকটি পুরোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো। যা দিয়ে আপনি আপনার ভিডিও ও খুব ভালো করে এডিটিং করতে পারবেন।







- -  Kine Master 


Kine mastar mod apk || Best video editing apps for android
Kine mastar mod apk || Best video editing apps for android 

- কাইন মাস্টার অ্যাপ্লিকেশন টি ভিডিও এডিটিং করার জন্য আমার মনে হয় সব থেকে ভালো।
- এই অ্যাপ্লিকেশন টি শুধুমাত্র ইউটিউবার রাই না।
- যারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ভিডিও বানান তারা সবাই হয়তো একবার হলেও তাদের ভিডিও এডিক করা জন্য এই অ্যাপ্লিকেশন টি ব্যবহার করেছন। 
- এই অ্যাপ্লিকেশন টিতে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট এবং বিভিন্ন ধরনের অসাধারণ কিছু  Fonts পেয়ে যাবেন আপনার ভিডিও তে ব্যবহার করার জন্য। 
-  
আপনি যদি আপনার ভিডিও কে খুব ভালো ভাবে এডিটিং করতে চান তাহলে আপনি এই   কাইন মাস্টার অ্যাপ্লিকেশন টির সাহায্য তা করতে পারেন।
এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশন টি ব্যবহার করা খুব সহজ। এবং যারা এডিটিং এর সম্পর্কে ততোটাও জানেন না তারাও এই অ্যাপ্লিকেশন টির সাহায্য খুব ভালো কাজ চালানোর মত এডিটিং করতে পারবেন। 
এই অ্যাপ্লিকেশন টিতে আপনি কোনো ভিডিও কে ছোট, বড়ো, স্লো, ফাস্ট  এবং তার মধ্যে কোনো মিউজিক অ্যাড ও করতে পারবেন।
এছাড়াও বিভিন্ন ধরনের ইফেক্ট এর মধ্যেই পেয়ে যাবেন যা আপনার ভিডিও তে ব্যবহার করলে আপনার ভিডিও আরও বেশী প্রফেশনাল বলে মনে হবে। 

Kine mastar mod apk || Best video editing apps for android
Kine mastar mod apk || kine mastar mod apk

Kine mastar mod apk || kine mastar mod apk
Kine mastar mod apk || kine mastar mod apk


- এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশন টি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে  আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
- এখানে আপনি এর ডাউনলোড এবং রেটিং দেখে বুঝতে পারবেন যে কত মানুষ এই অ্যাপ্লিকেশন টির ব্যবহার করে থাকেন।
- কিন্তু একটা কথা আপনার মনে রাখা দরকার যে গুগল প্লে স্টোর থেকে যদি এই কাইন মাস্টার ডাউনলোড করে ব্যবহার করেন।
- তখন আপনার ভিডিও এডিট করার পর সে এডিট করা ভিডিও তে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন এর ওয়াটারমার্ক থেকে যাবে। 
- যদি আপনি এই ওয়াটার মার্ক দেখতে না  চান বা এতে আপনার কোনো অসুবিধা না হয় তাহলে সেটা থাকতে দিন। 
- কিন্তু যদি আপনার এই ওয়াটার টা সরাতে চান তাহলে আপনাকে কাইন মাস্টার মড অ্যাপ্লিকেশন টি ব্যবহার করতে হবে। 
- এর জন্য আপনি গুগল এ গিয়ে কাইন মাস্টার মড এ.পি.কে লিখে সার্চ করলে যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

- Power Director 



Power director || best video editing apps for android
Kine mastar mod apk || how to download  kine mastar mod apk

- ভিডিও এডিটিং করার জন্য Power Director অ্যাপ্লিকেশন টিও যথেষ্ট ভালো এবং ব্যবহার যোগ্য।
- কাইন মাস্টার অ্যাপ্লিকেশন টির মত এই অ্যাপ্লিকেশন টির ডাউনলোড এবং রেটিং যথেষ্ট ভালো। 



Kine mastar mod apk || how to download  kine mastar mod apk
Kine mastar mod apk || how to download  kine mastar mod apk

- এই অ্যাপ্লিকেশন টি নতুন এবং পুরোনো ইউটিউবার রা ব্যবহার করেন। এর মধ্যেও আপনি বিভিন্ন ধরনের ইফেক্টস অ্যাড করতে পারবেন। 
- এবং তাছাড়া আপনি যদি Facecam ভিডিও বানানোর সময় গ্রীন স্ক্রিন ব্যবহার করে থাকেন বা আপনি গ্রীন স্ক্রিন যুক্ত ভিডিও ব্যবহার করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশন টির মধ্য Chroma key Option  পেয়ে যাবেন। এবং খুব  সহজে গ্রীন স্ক্রিন ব্যবহার করতে পারবেন।

-  এই অ্যাপ্লিকেশন টিতেও আপনি ভিডিও এডিট করার পর আপনার এডিট করা ভিডিও তে Watermark দেখতে পাবেন।
-  কিন্তু এই Watermark টি যদি আপনি না দেখতে চান বা আপনার এডিট করা ভিডিও থেকে সরাতে চান তাহলে আপনাকে Power Director Mod apk ডাউনলোড করে ব্যবহার করতে হবে। 
-  Power Director Mod apk  ডাউনলোড করার জন্য আপনি Power Director Mod apk Download লিখে সার্চ করার পর যেই ওয়েবসাইট গুলো দেখতে পাবেন। সেগুলোর মধ্যে যে কোনো একটা থেকে Power Director Mod apk- ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।



-  Fillmora Go



Fillmra go || best video editing apps for android

-  ভিডিও এডিট করার আরও একটি ভালো অ্যাপ্লিকেশন হল Fillmora Go. 
-  এই অ্যাপ্লিকেশন টি আপনি গুগল প্লে  স্টোরে পেয়ে যাবেন।
এই অ্যাপ্লিকেশন টি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। যদি আপনি ভিডিও এডিটিং সম্পর্কে অতোটা নাও জেনে থাকেন তবুও খুব ভালো এডিটিং কয়েক দিনের মধ্যেই শিখে যেতে পারবেন। 
-  এই Fillmora Go অ্যাপ্লিকেশন টিতে আপনি ভিডিও এডিট করার পর আপনার এডিট করা ভিডিও তে কোনো রকম ওয়াটার মার্ক দেখতে পাবেন না। 
-  কিন্তু আপনার এডিট করা ভিডিও টির শেষে ছোট্ট একটা ভিডিও থাকবে যেটায় Fillmora Go অ্যাপ্লিকেশন এর প্রোমোশন টাইপের ছোট্ট একটা ভিডিও  থাকবে।
-  সেটা আপনি চাইলে খুব সহজেই কেটে বাদ দিয়ে দিতে পারেন। এবং খুব সহজে এই অ্যাপ্লিকেশন টি আপনার ভিডিও এডিটিং করার জন্য ব্যবহার করতে পারেন। 

-  Viva Cut Pro 


Viva cut pro || best video editing apps
Viva cut pro || best video editing apps 


- ভিডিও এডিটিং করার জন্য সব চাইতে সহজ অ্যাপ্লিকেশন টি হল Viva Cut Pro

-  এই অ্যাপ্লিকেশন টি ওপেন করলেই বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশন টিতে আপনি কত সহজে আপনার ভিডিও এডিট করতে পারবেন। 
-  এখানে আপনি Chroma key পেয়ে যাবেন। 
-  এবং তার মাধ্যমে আপনি গ্রিন স্ক্রিনের ভিডিও বানাতে পারবেন। 
-  এখানে আপনি বিভিন্ন ধরনের গ্লিচ ইফেক্ট পেয়ে যাবেন যা আলাদা করে ডাউনলোড করতে হবে না। 
-  এখানে আপনি যেসব গ্লিচ ইফেক্ট পাবেন সেই ইফেক্টের ওপর কিছুক্ষন ধরে রাখলেই সেটি আপনার ভিডিও তে অ্যাড হয়ে যাবে।








-  এছাড়াও আপনি এখানে ভিডিও এডিট করার সময় ভিডিও লেয়ার গুলো খুব সহজেই ম্যানেগ করতে পারবেন। 
-  তাই এই অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজেই আপনার ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন। 


- Adobe rush premiere 


Adobe rush premiere || best video editing apps

-- ভিডিও এডিটিং করার জন্য এই অ্যাপ্লিকেশন টি ও যথেষ্ট ভালো। 
এই অ্যাপ্লিকেশন টি দিয়ে আপনি কত ধরনের বা কত ভালো এডিটিং করতে পারেন সেটা আপনার ভিডিও এডিটিং Skills এর ওপর নির্ভর করে।
এই অ্যাপ্লিকেশন টি বানানো হয়েছে প্রধানত ইউটিউবার দের কথা মাথায় রেখে। 
এই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আপনাকে আগে থেকে অনেক ভালো ভালো কিছু tools দেওয়া আছে। 
তো চাইলে আপনি সেগুলো ডাউনলোড করার পর দেখতে পারেন।


- বন্ধুরা ওপরের বলা অ্যাপ্লিকেশন গুলি প্রায় সব ইউটিউবার রা তাদের ভিডিও এডিট করার জন্য ব্যবহার করেন।  
- তাই আপনিও এই অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহারের মাধ্যমে আপনার ভিডিও এডিট করতে পারেন।
- পোস্ট টি এতক্ষন সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

Post a Comment

أحدث أقدم