motivational story |
- The Rocky! এটা একটা অসাধারন সিনেমা।
- আমি জানিনা যে আমার লেখা পড়ে আপনি আদতেও এই কাহিনি বুঝতে পারবেন কিনা।।
- কিন্তু আমি চেষ্টা করি যে সবচাইতে কম শব্দ ব্যবহার করে আপনাদের সিনেমার মুল গল্পটি বলার.....
- কিন্তু হয়তো আমার লেখা অতটাও ভালো না যতটা আপনি চান!! কিন্তু আমি সবসময়ই চেষ্টা করে যাই যে আমার লেখাটা যেন আপনাদের ভালো লাগে।।
তো শুরু করছি আজকের সিনেমার গল্প।।।
- 🔥🔥🔥🔥🔥THE ROCKY🔥🔥🔥🔥🔥
- The Rocky সিনেমার কাহিনিই তৈরী হয়েছে Rocky নামের একজন বক্সারকে নিয়ে।।
- এই কাহিনিতে রকির জীবন খুবই সাধারণ। রকি শুধুই তার জীবন নিয়ে ভাবতে জানে।। রকি হল একজন লোকাল ক্লাবের বক্সার। রকি শুধুমাত্র টাকার জন্য বিভিন্ন ক্লাবে বক্সিং ম্যাচ লড়ে।। রকি যদিও লোকাল ক্লাবে বক্সিং করে, তবুও সে খুব ভালো বক্সার।। রকি যখন কোনো বক্সিং ম্যাচ লড়ে তখন সে হারলেও টাকা পায়, আর জিতলেও টাকা পায়।।
- আর এভারেই রকির সাধারণ জীবন চলে চায়।।
- রকির বক্সিং ম্যাচ লড়া ছাড়াও আরও একটি কাজ আছে যেটা হল তার বসের কাজ করা।।
- তার অন্য মানুষের কাছে টাকা ধার দেয়।। আর যখন কেউ টাকা নিয়ে ফেরত দিতে চায়না, তখন রকিকে সেই টাক উদ্ধার করার কাজ করতে হয়।। আর এখান থেকেই রকি আরও একটু বেশী রোজগারের চেষ্টা করে।।
- রকি একদিন তার বক্সিং প্র্যাকটিসের জায়গায় আসে। এখানে আসার পর রকি যখন তার লকার টা খোলার চেষ্টা করে, তখন সেটা বন্ধ থাকে।।
- লকারটা খুলতে না পারায় রকি সেটা ভেঙ্গে ফেলে!
- কিন্তু লকারটা ভেঙ্গেও রকি তার জিনিস সেখানে দেখতে পায়না।। যার জন্য রকি খুব রেগে যায়।।
- আর রাগ নিয়ে রকি - সেখানকার একটি ছেলেকে জিগ্গেস করে যে তার লকারের মধ্যে তার জিনিসপত্র নেই কেন?
- রকির প্রশ্নের জবাবে সেই ছেলেটি তাকে বলে যে, রকির লকার থেকে তার জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে।।
- আর রকির লকারটা ডিপার নামের এক বক্সারকে দিয়ে দেওয়া হয়েছে।।
- রকি এই কথা শুনে আরও রেগে যায়।। কারণ রকি এই জায়গায় ছয় বছর ধরে বক্সিং প্র্যাকটিস করতো।। কিন্তু এখানে এতদিন থাকার পরেও তার কোচ রকির সাথে এরকম একটা কাজ করলো।।
- এরপর রকি তার কোচ- মাইকের কাছে যায়।
- রকি মাইকের কাছে তার রাগ প্রকাশ করে বল যে- সে তার সাথে এটা কিকরে করতে পারলো! রকি এখানে 6 বছর ধরে বক্সিং প্র্যাকটিস করে..
- কিন্তু তবুও মাইক এটা কেন করলো?
- মাইক রকিকে বলে যে - ডিপার একজন ভালো মাপের বক্সার।। আর ডিপারের একটা লকারের দরকার ছিল। তাই আমি ডিপারকে তোমার লকারটা দিয়ে দিয়েছি।।
- এরপর রকি ও আর কোচ মাইকের মধ্যে আরও কিছু কথা চলতে থাকে। আর এরপর রকি সেখান
-থেকে বেরিয়ে আসে।।
- এই গল্পে রকির আপন বলতে সে নিজেই।। তার এই দুনিয়ায় কেউ নেই।।
- কিন্তু রকি একটি মেয়েক পছন্দ করে যার নাম অ্যাড্রিন।।
- অ্যাড্রিন এমন একটি মেয়ে যে সবসময়ই চুপচাপ থাকে। নাতো সেই কারোর সাথে কথা বলে.. আর নাতো সে কারোর সাথে বাইরে যায়।।
- অ্যাড্রিন একটি দোকানে কাজ করে। আর রকি প্রতিদিন সেই দোকানে গিয়ে অ্যাড্রিনকে বিভিন্ন জোকস শুনিয়ে তাকে হাসাতে চায়।।
- কিন্তু অ্যাড্রিন রকির কোনো কথারই জবাব দেয়না।। আর নাতো অ্যাড্রিন কোনো জোকস শুনে রকির সাথে কথা বলে।।
- আর অ্যাড্রিনের এমন ব্যবহারে রকি খুবই হতাশ হয়ে পরে।। কারণ রকি তাকে ভালোবাসে!! কিন্তু অ্যাড্রিন তার সাথে কথাই বলেনা..
- তাই রকির মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।।
- এই গল্পে রকির একজন বন্ধু আছে, যার নাম পলি। আর পলি হল অ্যাড্রিনের দাদা।।
- রকি পলিকে অ্যাড্রিনের সম্পর্কে বলে যে-
- তোমার বোন খুবই অদ্ভুত!! আমি তাকে সবসময়ই হাসাতে চেষ্টা করি কিন্তু তোমার বোন আমার দিকে ঘুরেও তাকায় না।।
- রকির কথা শুনে পলিও তার কথায় সম্মতি জানায়। পলি নিজেও এই কথা নিয়ে চিন্তায় থাকে যে অ্যাড্রিন সবসময়ই চুপচাপ থাকে কেন।।
- আর অ্যাড্রিন কেন রকির সাথে বন্ধুত্ব করছে না।।
- পলি নিজেও এটা চায় যে রকি আর অ্যাড্রিনের মধ্যে বন্ধুত্ব হোক।। আর এরা দুজন বিয়ে করে সুখে থাকুক।
- কিন্তু অ্যাড্রিন এসব কিছুই ভাবে না।। তার মনে বিয়ে, বা রকিকে নিয়ে কোনো ভাবনাই নেই।।
- তাই পলি একদিন জোড় করে - অ্যাড্রিনকে রকির সাথে বাইরে সময় কাটানোর জন্য পাঠিয়ে দেয়।।
- প্রথমে অ্যাড্রিন এতে রাজি হতে চায়না।। কিন্তু তার দাদা পলির জোর করায় অ্যাড্রিন রকির সাথে ঘুরতে বেরোয়।।
- রকির সাথে প্রথমবার বাইরে বেরোনোর পরেই অ্যাড্রিনের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়।।
- আর এরা দুজন সেদিন ই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরে।।
- আর এতদিন পরে রকির মনের আশ পূরণ হয়।।
- মানে রকি এতদিন থেকে এটাই চাইতো যে - অ্যাড্রিন যেন তাকে ভালোবাসে!! আর আজকে সেদিন রকির সাথে সেটাই হয়েছে।।
- কিছুদিন পর শহরে একজন বক্সার আসে - যার নাম আপোলো ক্রিট।
- ক্রিট একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল। আর আপোলো ক্রিটের অনেক নামডাক ছিল।।
- ক্রিট একটি বক্সিং ম্যাচের জন্য এই শহরে এসে হাজির হয়।
- কিন্তু যখন ক্রিট তার ম্যাচের জন্য তৈরী হতে থাকে তখনই খবর আসে যে - ক্রিট যার সাথে ম্যাচ লড়বে, সেই বক্সারের হাতে Injury হয়েছে।। যার জন্য সেই বক্সার এই ম্যাচটি লড়তে পারবে না।।
- সেই বক্সারের কাছ থেকে এমন খবর পাওয়ায় ক্রিট ও তার টিম খুব রেগে যায়।। কারণ 1জুন তাদের ম্যাচের পোস্টার টানানো হয়েগেছে।।
-আর এখন যদি তাদের এই ম্যাচটি না হয়..তাহলে তাদের অনেক টাকা লস হবে।।।
-তাই আপোলো ক্রিট ও তার টিমের সদস্যরা অনেক বক্সারকেই ক্রিটের সাথে লড়াই করতে চ্যালেঞ্জ করে!! কিন্তু এমন কোনো বক্সার এগিয়ে আসেনা যে ক্রিটের সাথে ম্যাচ লড়বে।।
- যখন সমস্ত বড়ো বড় বক্সাররা ক্রিটের সাথে ম্যাচ লড়তে না করে দেয়, তখন কিন্তু ক্রিট একটা প্ল্যান করে যে - ক্রিট এই শহরের লোকাল কোনো বক্সারকে তার সাথে ম্যাচ লড়ার সুযোগ দেবে।।
- এতে সে লোকাল বক্সারের সাথে সাথে আপোলো ক্রিটেরও নাম বাড়বে।।
- ক্রিটের এই প্ল্যানে সবাই রাজি হয়।।
- আর ক্রিটের প্ল্যান অনুযায়ী তার টিম রকিকে ক্রিটের অপনেণ্টে হিসেবে বেছে নেয়।।
- যখন রকি এটা জানতে পারে যে - ক্রিটের মতো একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাকে চ্যালেঞ্জ করেছে!!- তখন রকি কিছুক্ষণ ভেবে চিন্তে ক্রিটের এই চ্যালেঞ্জ এক্সেপ্ট করে নেয়।।
- আর এরপর সবদিকে এই খবর ছড়িয়ে পরে যে - 1জুন আপোলো ক্রিটের মতো একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে রকির মতো একজন লোকাল ক্লাবের সাধারণ বক্সারের ম্যাচ হবে।।
- আর এই ম্যাচের পোস্টার দেখে সবাই অধীর আগ্রহে এই ম্যাচের দিন গুনতে শুরু করে।।
- এদিকে রকি তার ম্যাচের জন্য পুরোদমে প্র্যাকটিস করতে শুরু করে। তার কোচ হিসেবে মাইক তাকে সাহায্য করে।।
- আর শুধুমাত্র 5 সপ্তাহের মধ্যেই রকি তার ম্যাচের জন্য তৈরী হয়ে যায়।।
- আর এরপর সেই দিনটি আসে!- যার জন্য সবাই এতদিন অপেক্ষা করছিল..
- অর্থাৎ 1 জুন।। যেদিন আপোলো ক্রিট ও রকির ম্যাচ হওয়ার কথা।।
- যখন এদের ম্যাচ শুরু হয়, তখন ক্রিট ভাবে যে সে রকিকে দ্বিতীয় রাউন্ডেই নকআউট করে ম্যাচ খতম করে দেবে।
- কিন্তু রকি মনে মনে এটা ভেবে রেখেছিল যে - যদি রকি নিজেকে ক্রিটের সামনে বেল পরা পযর্ন্ত টিকিয়ে রাখতে পারে!! তাহলে রকি ভাববে যে সে জীবনে কিছু করতে পেরেছে।। আর তার কাছে এটা জেতার থেকে বেশী কিছু হবে।।
- আর এজন্য রকি তার জীবন দিয়েও খেলতে রাজি।।
- যখন এদের ম্যাচের প্রথম দুই রাউন্ড শেষ হয়, তখনও ক্রিট রকিকে নকআউট করতে পারেনা..
- যার জন্য ক্রিট খুব রেগে যায়।।।
- আর এই রাগ নিয়ে আবার রকির ওপর আক্রমণ করে।।
- কিন্তু একের পর এক রাউন্ড চলে যাওয়ার পরেও ক্রিট রকিকে নকআউট করতে ব্যর্থ হয়।।
- যদিও এদের দুজনেরই অবস্থা খারাপ হয়ে পরে..
- কিন্তু কেউই কাউকেই নকআউট করতে পারেনা।।।
- আর এভাবে 15 টা রাউন্ড চলে যাবার পর ম্যাচ শেষের বেল বেজে ওঠে!!
- আর 15 টা রাউন্ড হওয়ার পর এই ম্যাচ শেষ হয়।।
আজ পযর্ন্ত কখনো এটা হয়নি যে আপোলো ক্রিটের সামনে কোনো বক্সার 15 রাউন্ড পযর্ন্ত টিকে ছিল!!
কিন্তু এই প্রথমবার রকি সেটা করে দেখিয়ে দিয়েছে।।
যদিও এই ম্যাচটা ক্রিট জেতে.. কিন্তু এই ম্যাচে রকি যেভাবে ক্রিটের মোকাবেলা করেছিল! তার জন্য জনতা তাকে বহু সম্মান জানায়।।।
আর রকি নিজের কাছেও এটা বলতে পারে!! - যে রকি জীবনে কিছু করে দেখিয়েছে।।।
আর এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে।।।
إرسال تعليق